World

মাত্র ৩৪ হাজার টাকায় বিশাল মালবাহী জাহাজ কিনে ফেললেন এক ব্যক্তি

জলের দরে বললেও বেশি বলে মনে হতে পারে। একটা জাহাজের দাম কত হতে পারে তা অনুমেয়। এক ব্যক্তি বিশাল মালবাহী জাহাজ কিনলেন ৩৪ হাজার টাকায়।

এরমধ্যে কোনও ভুল নেই যে একটি জাহাজ কিনেছেন তিনি। যেটি একটি মালবাহী জাহাজ। ৩৩০ ফুটের বিশাল জাহাজ। জাহাজটির ওজন ৩ হাজার ৩০০ টন। ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখে তিনি এই অতিকায় জাহাজটি কিনতে উৎসাহ দেখান এবং কেনেন।

ওই ব্যক্তির নেশা হল জলে ডুব দিয়ে সমুদ্রের তলদেশে গিয়ে জাহাজ খোঁজা। জাহাজ নিয়ে তাঁর উৎসাহ ও কৌতূহলের অন্ত নেই। গত ২ বছরের মধ্যে সাগরের তলায় পড়ে থাকা ২৫টির মত জাহাজের খোঁজ পেয়েছেন তিনি।


এবার আসা যাক তাঁর কেনা জাহাজে। তিনি যে জাহাজটি কিনলেন সেটিকে ১৯১৭ সালে জার্মানির ডুবোজাহাজ ব্রিটেনের কর্নওয়াল কাউন্টির সমুদ্র উপকূলে ধ্বংস করে। সেটি জলে ডুবে যায়।

মালবাহী সেই জাহাজটি তারপর থেকে সমুদ্রের তলদেশেই পড়ে আছে। সেই সমুদ্রের তলায় পড়ে থাকা ধ্বংস হয়ে যাওয়া জাহাজটিই ৩০০ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় ৩৪ হাজার টাকায় কিনলেন ডম রবিনসন নামে এক ব্রিটিশ নাগরিক।


সমুদ্রের তলায় ধ্বংসাবশেষ হয়ে পড়ে থাকা জাহাজটি আপাতত তাঁর সম্পত্তি। তিনি সেটি জলের তলায় নেমে দেখেও এসেছেন। এখন তিনি চাইছেন জাহাজটির ঘণ্টাটা পাওয়া গেলে বড় ভাল হয়।

তাঁর খুব শখ যে তিনি ওই জাহাজের ঘণ্টাটি অন্তত তুলে এনে তাঁর সংগ্রহে রেখে দেন। এই খবরটি সংবাদমাধ্যম বিবিসি প্রকাশ করার পর বিভিন্ন সংবাদমাধ্যমে জায়গা করে নিতে সময় নেয়নি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button