World

চিনতে না পেরে নিজের গাড়িই ২ বার কিনলেন এক ব্যক্তি

তাঁর নিজেরই গাড়ি। একবার কিনেছিলেন। তারপর ফের সেটাই কিনলেন। মাঝে অবশ্য অনেক ঘটনা ঘটে গেছে। তবে এটা ঠিক যে তিনি তাঁর নিজের গাড়িই ২ বার কিনেছেন।

রাতে তিনি যেখানে গাড়ি রাখতেন সেখান থেকে তাঁর গাড়িটি চুরি যায়। হোন্ডা সংস্থার ওই গাড়ি ছিল তাঁর খুব শখের। ফলে তিনি কিছুটা ভেঙে পড়েন। স্থির করেন তিনি ওইরকমই আরও একটি গাড়ি কিনবেন।

গাড়ি কিনতে যে গ্যারাজে তিনি যান সেখানে তাঁকে অনেক গাড়িই দেখানো হয়। তবে হোন্ডার একটি গাড়ি দেখে তাঁর খুব পছন্দ হয়। কারণ সেটি হুবহু তাঁর চুরি যাওয়া গাড়িটির মতই দেখতে। তাঁর গাড়ির মতই একই বছরে তৈরি, একই রং, একই মডেল। তাঁর পছন্দ হওয়ায় তিনি সেটি কিনে নেন।


পরে সেটি বাড়ি আনার পর থেকে তাঁর সন্দেহ ক্রমশ বাড়তে থাকে। কারণ গাড়ির ডিকি যাকে বলে, যেখানে অনেক জিনিস রাখা যায়, সেখানে তিনি তাঁর গাড়িতে থাকা পাইন গাছের পাতা, কয়েকটি প্যাকেট দেখতে পান।

তিনি পরীক্ষা করাতে শুরু করেন। ক্রমশ গাড়িটি যতই বিশেষজ্ঞদের হাতে পড়তে থাকে ততই পরিস্কার হতে থাকে গাড়িটি ওই ব্যক্তিরই। তবে সুনিপুণভাবে সেটির ভেহিকল আইডেন্টিটি নম্বর পর্যন্ত বদলে দেওয়া হয়েছে।


কিন্তু হোন্ডা সংস্থার বিশেষজ্ঞদের চিনতে অসুবিধা হয়নি যে গাড়িটি ওই ব্যক্তিরই। তিনি আদপে তাঁরই গাড়ি ২ বার কিনেছেন। তাঁরই গাড়ি চুরি যাওয়ার পর তিনি সেই গাড়িই ফের ২২ লক্ষ টাকা খরচ করে কেনেন।

চুরির পর সেটি যথেষ্ট দক্ষতার সঙ্গে চোরেরা বিক্রির ব্যবস্থা করে। আপাতত পুলিশ গাড়িটি পরীক্ষা করে দেখছে। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের সোলিহল নামে জায়গায়। তাঁর নিজের গাড়িই ২ বার কেনার ঘটনা ইওয়ান ভ্যালেন্টাইন নামে ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়াতেও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button