রাজপ্রাসাদ থেকে সরানো হল রানিকে
করোনা উদ্বেগ যেভাবে সারা বিশ্ব জুড়ে ছড়িয়েছে, তার ছায়া গিয়ে পড়ল খোদ ব্রিটেনের রাজপ্রাসাদেও।
লন্ডন : করোনা উদ্বেগ যেভাবে সারা বিশ্ব জুড়ে ছড়িয়েছে, তার ছায়া গিয়ে পড়ল খোদ ব্রিটেনের রাজপ্রাসাদেও। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ-কে রাজপ্রাসাদ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উইন্ডসর ক্যাসেলে। কার্যত সেখানে তাঁকে আলাদা করে রাখা হচ্ছে। তাঁর সঙ্গে সরানো হয়েছে প্রিন্স ফিলিপকেও।
রানি কিন্তু শারীরিক ভাবে সুস্থই আছেন। তবু সাবধানতা অবলম্বন করতেই এই পদক্ষেপ করা হয়েছে। এছাড়া রানি অনেক সাধারণ মানুষের সঙ্গে দেখা করতেন। তাও বন্ধ করা হয়েছে। যেভাবে ব্রিটেনেও করোনা উদ্বেগ ছড়াচ্ছে তাতে এই পদক্ষেপকে সঠিক বলেই মনে করছেন অনেকে। আর সপ্তাহ খানেক পরই ৯৪ বছরে পা দিতে চলেছেন রানি। এই বয়সে সাধারণের সঙ্গে মেলামেশা তাঁর জন্য ঠিক হতনা বলেই মনে করছেন রাজ পরিবারের পরামর্শদাতারা।
রানিকে উইন্ডসর ক্যাসেলে রাখাই নয়, তাঁকে আপাতত সাধারণ মানুষ এমনকি বাকিংহাম প্যালেসের কর্মীদের থেকেও দূরে রাখা হয়েছে। যাতে কোনওভাবে করোনা রানিকে ছুঁতে না পারে। উইন্ডসর ক্যাসেলে খুব কম কর্মী রয়েছেন। মাত্র ১০০ জন। যেখানে বাকিংহাম প্যালেসে কর্মী সংখ্যা ৫০০ জন। এই অবস্থায় যত কম মানুষের সংস্পর্শে রানিকে রাখা যায় তার চেষ্টা চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা