গাড়িতে চড়ে ২৫০ অতিথি বিয়ে দেখলেন জায়ান্ট স্ক্রিনে
করোনার মধ্যে যেখানে বিয়েতে অতিথি সংখ্যা বাঁধা, সেখানে ২৫০ জন অতিথি নিয়ে বিয়ে হল জাঁকজমকের সঙ্গে। আবার করোনা বিধিও মানা হল।
লন্ডন : ঠিক ছিল বিয়ে হবে এপ্রিলে। সব ঠিকঠাক। আর ঠিক তখনই হানা দিল করোনা। করোনার জটিল পরিস্থিতিতে বাধ্য হয়ে বিয়ে স্থগিত করতে হয় ২ পরিবারকে।
এদিকে করোনা ভয়ংকর চেহারা নেয়। একটা সময় আসে যখন ২ পরিবারই এই বছর বিয়ের অনুষ্ঠান করার আশা ছেড়ে দেন। কিন্তু নিউ নর্মাল জীবনে আস্তে আস্তে করোনাকে সঙ্গী করেই সব খুলতে থাকায় তাঁরা আশার আলো দেখেন। বিয়ে স্থির হয় অক্টোবরে।
এই সময় তাঁদের ওয়েডিং প্ল্যানার জানান বিয়েতে ব্রিটেনের নিয়ম অনুযায়ী ১৫ জনের বেশি থাকতে পারবেননা। তাহলে কী করা যায়? ভারতীয় ২ পরিবারের বিয়ে বলে কথা! বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সকলে না এলে কী বিয়ে হয়!
ব্রিটেনের বাসিন্দা রোমা পোপট ও বিনাল প্যাটেলের বিয়েতে তাঁদের ২ পরিবারেরও প্রবল ইচ্ছে এই বিয়েতে তাঁদের পরিবারের লোকজন উপস্থিত থাকুন। তাহলে তো সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না এমন উপায় বার করতে হয়! সেটাই বার হল শেষ পর্যন্ত।
ব্রিটেনের এসেক্স-এর বার্কস্টেড পার্ক-এ ব্যবস্থা হয় বিয়ের। বৃষ্টি ভেজা দিনে বর-কনে ও ২ পরিবার রওনা দেয় বিয়ের মণ্ডপে। আর তাঁদের সঙ্গে নেন ২৫০ জন নিমন্ত্রিত অতিথিকে।
শুনে অবাক লাগতেই পারে। ব্রিটেনে যেখানে ১৫ জন বিয়েতে থাকতে পারবেন, সেখানে ২৫০ জন! এতো পুলিশ ব্যবস্থা নেবে! না এখানেই লাঠি না ভেঙেই সাপ মারে ২ পরিবার।
ওই ২৫০ জনই ছিলেন নিজেদের গাড়িতে বা ২ পরিবারে তরফে ভাড়া করা গাড়িতে। গাড়িগুলি পার্কের মাঠ জুড়ে দাঁড়ায়। একটু দূরত্ব রেখে। অতিথিদের গাড়ি থেকে নামতে মানা করা ছিল আগে থেকেই।
মাঠের একটা অংশে লাগানো হয়েছিল জায়ান্ট স্ক্রিন। সেখানেই বিয়ের অনুষ্ঠান সরাসরি দেখতে পাচ্ছিলেন সকলে। গাড়িতে বসেই। এভাবেই সকলে বিয়েতে অংশ নিলেন। বিয়ে দেখলেনও। আবার করোনা বিধিও মানা হল।
ভারতে বিয়ে মানেই এলাহি খাওয়া দাওয়ার আয়োজন। ২৫০ অতিথির জন্য খাওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। তবে গাড়িতেই। গাড়িতে গাড়িতে ক্যাটারারদের তরফে পৌঁছে দেওয়া হয় পিৎজা, পাস্তা, চিলি চিপস, গার্লিক ব্রেড ও স্যালাড-এর প্যাকেট।
বিয়ের পর নবদম্পতি গলফ খেলার মাঠে যে গাড়ি ব্যবহার হয় সেই গাড়িতে চড়ে অতিথিদের গাড়িগুলির কাছ দিয়ে হাত নাড়তে নাড়তে যান। সকলে তাঁদের গাড়ির মধ্যে থেকেই অভিনন্দন জানান। বিয়ে সম্পূর্ণ হয়।