দাঁতে অসহ্য যন্ত্রণা, ৬০০ কেজির ভাল্লুকের রুট ক্যানাল করলেন চিকিৎসক
যাকে দেখেই তার ত্রিসীমানার মধ্যে আসতে ভয় পাবেন যে কেউ, তার দাঁতের যন্ত্রণার উপশম করলেন এক চিকিৎসক। রুট ক্যানাল হল অতিকায় ভাল্লুকের।
সাধারণ ভাল্লুকের চেয়ে তার চেহারা অনেক বড়। বয়স ৩ বছর। তবে ৩ বছরের ভাল্লুক মানে সে পূর্ণবয়স্ক। ভাল্লুকটি প্রবল ঠান্ডার জগতের প্রাণি। যাদের পোলার বিয়ার বা মেরু ভাল্লুক বলা হয়। এরা চেহারায় অনেক বড় হয়। এই ভাল্লুকটির ওজন ৬০০ কেজির ওপর।
এমন এক দানব চেহারা হলে কি হবে কদিন ধরেই সে প্রবল দাঁতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। বিষয়টি নজরে পড়ে এক চিকিৎসকের। তিনি স্থির করেন ভাল্লুকটিকে দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি দিতে রুট ক্যানাল করবেন।
দাঁতের চিকিৎসায় রুট ক্যানাল নতুন কিছু নয়। মানুষের ক্ষেত্রে অহরহ এমন রুট ক্যানাল করেন চিকিৎসকেরা। কিন্তু এক ভাল্লুকের ক্ষেত্রে তা করা মুখের কথা ছিলনা।
ভাল্লুকটির নাম শিশু। তবে তার চেহারা দেখলে তা কেউ বলবে না! ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে তার চিকিৎসা হয়। তার একটি দাঁত ভেঙে যাওয়ায় প্রবল যন্ত্রণা হচ্ছিল। তাই ওই পার্কেই তার রুট ক্যানাল করার ব্যবস্থা হয়।
অতিকায় শিশুকে প্রথমে অজ্ঞান করা হয়। তারপর ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে তার রুট ক্যানাল হয়। ৭.৬ সেন্টিমিটারে রুট ক্যানাল হয়। এখন সে নতুন দাঁত নিয়ে সারাজীবন আনন্দে কাটাতে পারবে বলে মনে করছেন চিকিৎসকেরা।
প্রবল যন্ত্রণা থেকেও মুক্তি পেয়েছে শিশু। অপারেশনের পর খুব দ্রুত চনমনে হয়ে ওঠে সে। তবে তাকে কিছুদিন এখন বাইরে ঘোরাফেরা করতে দেওয়া হবেনা।