১৩ ডিসেম্বর ছিল ১ জন, ৮ দিনে ওমিক্রন প্রাণ কাড়ল ১২ জনের
ওমিক্রনকে মৃদু উপসর্গযুক্ত হাল্কা কোভিড বলেই চিহ্নিত করা হচ্ছিল বিশ্বজুড়ে। সেই ওমিক্রনই কিন্তু মাত্র ১টি দেশেই ১২ জনের প্রাণ কেড়ে নিল ৮ দিনের ব্যবধানে।
ওমিক্রন কতটা ভয়াবহ? তা কি ডেল্টা প্রকারের চেয়েও ভয়ানক? এসব প্রশ্নের উত্তরে নভেম্বরের শেষেও শোনা যাচ্ছিল ওমিক্রন প্রবল সংক্রামক হলেও তা প্রাণঘাতী নয়।
এমনকি এর উপসর্গ ও প্রভাব এতই হাল্কা যে ওমিক্রনে সংক্রমিত হলে তাঁকে হাসপাতালে পৌঁছতে হবেনা। কিন্তু তা নিয়ে প্রশ্ন উঠত শুরু করে বিভিন্ন মহলে। এও জানা যায় যে ওমিক্রন এখনও এতটাই প্রাথমিক স্তরে রয়েছে যে তার প্রভাব হলফ করে বলার মত সময় আসেনি।
এদিক ইউরোপে এখন ওমিক্রন হুহু করে ছড়াচ্ছে। ব্রিটেনে এখন ওমিক্রনই হল করোনার সবচেয়ে প্রভাবশালী প্রকার। প্রতিদিন বহু মানুষ ব্রিটেনে ওমিক্রনে সংক্রমিত হচ্ছেন।
গত ১৩ ডিসেম্বর ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেই জানান যে তাঁর দেশে প্রথম ওমিক্রন সংক্রমিতের মৃত্যু হয়েছে। তাহলে ওমিক্রনে মৃত্যুও হতে পারে!
ওমিক্রনের হাল্কা প্রভাবে যাঁরা প্রায় নিশ্চিত ছিলেন তাঁরা হতবাক হয়ে যান এর মারণ প্রভাব দেখে। এবার সেই ব্রিটেনেই ৮ দিনের ব্যবধানে ওমিক্রনে মৃত্যু পৌঁছল ১২ জনে।
১০৪ জন এখন ওমিক্রনে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি। ফলে ওমিক্রনে এবার কিন্তু হাসপাতালে ভর্তি এবং মৃত্যু বাড়তে শুরু করেছে। যা আগের ধারনাকে ভেঙে দিচ্ছে।
ওমিক্রনে ভারতেও সংক্রমিতের সংখ্যা ১৫০ পার করে গেছে। ভারতে যদি ওমিক্রন গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছয় তাহলে তার জেরে প্রতিদিন ১৪ লক্ষ মানুষ সংক্রমিত হতে পারেন বলেও সতর্ক করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা