World

২টি দেশকে সঙ্গে নিয়ে রাশিয়াকে জব্দ করার পরিকল্পনা বানাল ব্রিটেন

রাশিয়ার ইউক্রেনে হামলার প্রতিবাদ করেছে ব্রিটেন সহ বিভিন্ন দেশ। এবার রাশিয়াকে জব্দ করার জন্য ৬ মুখী পরিকল্পনা তৈরি করল ব্রিটেন।

রাশিয়াকে জব্দ করতে হবে। এজন্য একটি পরিকল্পনা তৈরি করল ব্রিটেন। পরিকল্পনাটি ৬টি বিষয়ের ওপর দাঁড়িয়ে আছে। কানাডা ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই এই পরিকল্পনা তৈরি করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

বরিস সাফ জানিয়েছেন ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়াকে হারাতেই হবে। বরিস জনসন চাইছেন রাশিয়াকে কোণঠাসা করতে বিশ্বের সব দেশ মিলে একটি আন্তর্জাতিক মানবিক জোট তৈরি করুক।


এই জোট ইউক্রেনের সুরক্ষার স্বার্থে তাদের সমর্থন দেবে। এছাড়া রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে হবে বলেই দাবি করেছেন বরিস জনসন। বরিস আরও জানান, ন্যাটো দেশগুলির মধ্যে জোট আরও শক্তিশালী করে তুলতে হবে।

ব্রিটেন আগেই রাশিয়ার ইউক্রেন হামলার বিরুদ্ধে কড়া ভাষায় মুখ খুলেছে। যার বিরুদ্ধে রাশিয়াও হুমকির সুরেই জানিয়ে দিয়েছে যে এর ফল ব্রিটেনকে ভুগতে হবে। যদিও তাতে দমার পাত্র যে বরিস জনসন নন তা ফের একবার তিনি বুঝিয়ে দিলেন।


ইউরোপে রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ব্রিটেনই। অন্য অনেক দেশ রাশিয়ার ইউক্রেন আক্রমণের নিন্দা করেছে, কিন্তু ব্রিটেনের মত এতটা সোচ্চার তারা নয়।

এদিকে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ১৪১টি দেশ ইতিমধ্যেই একসঙ্গে নিন্দা করেছে। আন্তর্জাতিক ফৌজদারি আদালতে ব্রিটেনের নেতৃত্বে ৩৯টি দেশ একযোগে রাশিয়ার বিরুদ্ধে ওয়ার ক্রাইমের অভিযোগ এনেছে। সব মিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে আরও চাপ বাড়াচ্ছে ব্রিটেন সহ বিশ্বের বহু দেশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button