স্ত্রী সন্তানধারণে অক্ষম হওয়ায় শ্যালিকাকে সন্তানসম্ভবা করলেন এক ব্যক্তি
তিনি সন্তান ধারণে অক্ষম হওয়ায় তাঁর স্বামী গোপনে তাঁর বোনকে সন্তানসম্ভবা করেন। এক মহিলার এসব কথা জানিয়ে একটি চিঠি এখন অনেকের পড়া হয়ে গেছে।
তাঁদের বিয়ের বেশ কয়েক বছর কেটে গেলেও সন্তান আসেনি তাঁদের পরিবারে। যা নিয়ে স্বামী স্ত্রী ২ জনই যথেষ্ট মানসিক সমস্যায় ছিলেন।
তাঁর কিছুতেই মা হতে না পারার যন্ত্রণার পরও ওই মহিলার মনে মনে একটা সান্ত্বনা কাজ করছিল যে তিনি সন্তান ধারণ করতে না পারলেও তাঁর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্কে কোনও ফাঁক তৈরি হয়নি। স্বামীর সঙ্গে তাঁর সুন্দর সম্পর্ক নিয়ে খুশি ছিলেন ওই মহিলা। কিন্তু একদিন তিনি জানতে পারলেন অন্য সত্য।
ওই মহিলা জানতে পারেন যে তাঁকে লুকিয়ে তাঁর বোনের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন তাঁর স্বামী। তাঁর স্বামী শ্যালিকার সঙ্গে প্রেম করছেন।
এটা জানার পর আর স্থির থাকতে পারেননি তিনি। স্বামীর সঙ্গে এ বিষয়টি নিয়ে তুমুল ঝগড়া হয় তাঁর। অবশেষে তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। এর মধ্যেই ওই মহিলা জানতে পারেন তাঁর বোন মা হতে চলেছেন। তাঁর স্বামীর সন্তানের মা হতে চলেছেন তাঁর বোন।
এদিকে আলাদা হওয়ার পর তাঁরা বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। তিনি এটাও জানতে পারেন যে তাঁর বোনের সঙ্গে ঘর বাঁধার জন্যই তাঁকে ডিভোর্স করতে একবারও ভেবে দেখেননি তাঁর স্বামী।
পুরো ঘটনা তিনি চিঠি লিখে তাঁর এক আত্মীয়কে জানান। পরে ওই মহিলার এই দাবি ভাইরাল হয়। ঘটনাটি ঘটেছে ব্রিটেনে।
ওই মহিলা জানান তাঁর বাবা মায়ের পরামর্শে তাঁর বোনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঢুকে তিনি দেখেন তাঁর প্রাক্তন স্বামী ও তাঁর বোন দারুণ সব আনন্দের মুহুর্তের ছবি পোস্ট করেছেন সেখানে। পোস্ট হয়েছে তাঁদের সন্তানের ছবিও।