ঘোড়াকে পিছনে ফেলে দৌড় প্রতিযোগিতা জিতে নজির গড়লেন রিকি
ঘোড়ার সঙ্গে ছুটে কি মানুষ পারে! এমনটাও হতে পারে! কিন্তু তেমনটাই তো হয়েছে! এক ব্যক্তি ছুটে হারিয়ে দিয়েছেন এক টগবগে ঘোড়াকে।
ঘোড়ার সঙ্গে মানুষের দৌড় প্রতিযোগিতা! শুনলেই তো মনে হয় এমন এক অসম দৌড়ের উদ্দেশ্যটা কি? ঘোড়ার সঙ্গে ছুটে কি মানুষ পারে? এখন তো দেখা যাচ্ছে দিব্যি পারে। তাও আবার একদিনের ওপর না ঘুমিয়ে মাঠে নেমেও পারে।
এই দৌড় প্রতিযোগিতা ব্রিটেনে ৪১ বছর ধরে হয়ে আসছে। এর মধ্যে এই নিয়ে ৩ বার মানুষ ঘোড়াকে পিছনে ফেলতে পারল। বাকি ৩৮ বার ঘোড়াই জিতেছে।
ব্রিটিশ নাগরিক রিকি লাইটফুট। ৩৫ কিলোমিটারের এই দৌড়ের পথ মসৃণ ছিলনা। বরং ছিল পাহাড়ি, এবড়োখেবড়ো। ছিল উৎরাই, চড়াই।
কিন্তু সেই কঠিন পথ এবং ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করে ঘোড়াকে হারিয়ে দিলেন রিকি। ঘোড়া তাঁর থেকে ২ মিনিট পর এসে দৌড় শেষের লাইন ছুঁতে পেরেছে।
৩৭ বছরের রিকি লাইটফুট কিন্তু হাল্কা পায়েই ছুটে এই বিরল কৃতিত্ব অর্জন করেন। রিকি এখন চান দৌড়ে জাতীয় পুরস্কার জয় করতে। তবে এভাবে ঘোড়ার সঙ্গে দৌড় যে তিনি উপভোগ করেছেন তাও জানিয়েছেন রিকি। দৌড়ের আগে ভাল করে ঘুমোতেও পারেননি রিকি। তারপরেও এল স্বপ্নের সাফল্য। এটা এখন উপভোগ করছেন তিনি।
রিকির এই সাফল্যের কথা ট্যুইটারে জানায় ওয়েলসের একটি সংস্থা। ২২ মাইলের এই দৌড় রিকি শেষ করেন ২ ঘণ্টা ২২ মিনিটে। বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে রিকির এই সাফল্যের কথা তুলে ধরা হয়।