পছন্দের মুখরোচক খাবারের নামে সন্তানের নামকরণ করলেন বাবা মা
পছন্দের খাবারের নামেও যে সন্তানের নামকরণ করা যায় তার উদাহরণ তৈরি করলেন এক দম্পতি। তাঁরা তাঁদের সদ্যোজাত সন্তানের নাম রেখেছেন পছন্দের খাবারের নামে।
ভারতে ভাজাভুজির চল বহুদিনের। আর বৃষ্টি পড়লে তো কথাই নেই। ভারতীয় খাবারের আবার বিদেশেও খুব চল। বিদেশিরা বেশ তারিয়েই উপভোগ করেন এ দেশের বিভিন্ন পদ। আর তা স্ন্যাক্স হলে তো কথাই নেই।
আয়ারল্যান্ডের ক্যাপ্টেনস টেবিল এমনই এক রেস্তোরাঁ যেখানে এমন ভারতীয় খাবার পাওয়া যায়। আর তার কাটতিও যথেষ্ট। সেখানেই এক দম্পতি প্রায়ই আসতেন খেতে। তাঁরা সেখানে এলেই পকোড়া অর্ডার করতেন।
ভারতে চায়ের সঙ্গে পকোড়া খাওয়ার চল বিভিন্ন প্রান্তে রয়েছে। পকোড়া ভারতে স্ন্যাক্স হিসাবে দারুণ প্রচলিত। তবে তার যে এত কদর বিদেশেও রয়েছে তা এই দম্পতিকে না দেখলে বিশ্বাস করা কঠিন। কারণ তাঁরা পকোড়ার এতটাই ভক্ত যে সন্তান জন্ম নেওয়ার পর সন্তানের নাম রাখলেন পকোড়া।
ব্রিটেনের এক দম্পতি তাঁদের সন্তানের নাম রাখছেন ভারতীয় একটি খাবারের নামে। এ খবর চাপা থাকেনি। ওই রেস্তোরাঁই এই খবর সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেয়। আর তা হুহু করে ছড়িয়েও পড়তে থাকে।
ওই ছোট্ট শিশুর ছবিও সামনে এসেছে। যার নাম হয়েছে পকোড়া। আর তা কেবল বাবা মায়ের পছন্দের খাবারের হাত ধরে। ভারতীয় এই জিভে জল আনা পকোড়া যে এক ব্রিটেন নিবাসী সন্তানের নামের সঙ্গে জড়িয়ে যাবে তা অনেকেই হয়তো কল্পনাও করতে পারেননি।
এ নিয়ে নেটিজেনরাও তাঁদের অভিনন্দন জানিয়েছেন ওই দম্পতিকে। কেউ কেউ তো এটাও জানিয়েছেন তাঁরাও তাঁদের সন্তানের নাম খাবারের নামে রেখেছেন।