World

জগিং করে বিলেতের শহর পরিস্কার করছেন এ দেশের ছেলে

জগিং করা স্বাস্থ্যের পক্ষে উপকারি। একথা সকলের জানা। কিন্তু তার সঙ্গে শহর পরিস্কারের সম্পর্ক স্পষ্ট করে দিলেন এ দেশের এক তরুণ।

বিলেতের একের পর এক শহর সাফ করার চ্যালেঞ্জ নিলেন ভারতের কৃতী ছাত্র বিবেক গুরব। ব্রিটেনের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে গত বছরই পড়তে গেছেন ২৬ বছরের এই তরুণ। তবে পড়াশোনার পাশাপাশি এই ১ বছরে ব্রিস্টল শহরের রূপও তিনি ফিরিয়ে দিয়েছেন। তাও আবার নেহাত জগিং করতে করতে। কীভাবে?

বিবেক ব্রিস্টলের রাস্তায় শরীর ভাল রাখতেই জগিং করতে শুরু করেন। তার আগে অ্যাপ ডেভেলপার হিসাবে পুনেতে কর্মরত থাকাকালীন তৈরি হওয়া অভ্যাসটাও তাঁর ফের মাথা চাড়া দেয়।


জগিং করতে করতে শহর সাফ করা। যাকে বলা হয় প্লগিং। জগিং করতে করতে রাস্তায় পড়ে থাকা জঞ্জাল সাফ করতে থাকা।

পুনেতে এটা শুরু করার পর বিবেক বিলেতে গিয়েও সেই একই কাজ ফের শুরু করেন। স্বাস্থ্য চর্চার সঙ্গে শহরকে দূষণমুক্ত করার কাজ করতে তিনি পাশে পান তাঁর কয়েকজন বন্ধুকেও।


গত ১ বছরে বিবেক ব্রিস্টল শহরের ৫ কেজি জঞ্জাল সাফ করেছেন। যার মধ্যে ৩ কেজিই প্লাস্টিক। বিবেকের এই উদ্যোগ গোটা ব্রিটেনের নজর কেড়েছে। ফলে বিভিন্ন শহর থেকেও তাঁর ডাক আসছে।

বিবেক পড়ার ফাঁকে ১ মাসের মধ্যে প্লগার হিসাবে বিলেতের ৩০টি শহর ঘুরে জঞ্জাল সাফের উদ্যোগ নিয়েছেন। মূল উদ্দেশ্য সহ শহরের মানুষকে প্লগিং সম্বন্ধে জাগ্রত করা, উৎসাহিত করা। যাতে তাঁরাও জগিং করতে বেরিয়ে শহরকে পরিস্কার রাখার দায়িত্ব নিজে থেকে কাঁধে তুলে নেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button