World

বড়দিনের আগে জরিমানার মুখে সান্টাক্লজ

বড়দিন মানেই তো ছোটদের জন্য দারুণ সব উপহার। যা তাদের দিয়ে যায় সান্টাক্লজ বুড়ো। বড়দিনের আগে সেই সকলের প্রিয় সান্টাক্লজকেই জরিমানা করল পুলিশ।

সামনেই বড়দিন। দেশবিদেশে তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। বছর শেষের আনন্দ শুরু হল বলে। বড়দিনের কিন্তু অন্যতম আকর্ষণ সান্টাক্লজ। বড়দিনের রাতে মোজা রেখে দিলে তার মধ্যে সান্টাক্লজ উপহার দিয়ে যায়। যা নিয়ে ছোটদের আগের দিন থেকে টানটান উত্তেজনায় কাটে।

রাতে কখন যে সান্টা বুড়ো এসে উপহার রেখে দিয়ে যায় সেটাই তাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। আবার সকালে উঠে মোজা হাতরে উপহারটা হাতে পাওয়ার আনন্দও থাকে।


এখন তো রাস্তাতেও সান্টাক্লজকে দেখতে পাওয়া যায়। ছোটদের দেখতে পেলেই সে ঝুলি থেকে উপহার বার করে। এক ৭৫ বছরের বৃদ্ধ বহু বছর ধরেই বড়দিনের অনেক আগেই সান্টাক্লজ সেজে বেরিয়ে পড়েন রাস্তায়। তারপর শিশুদের হাতে তুলে দেন নানা উপহার।

এভাবেই এবারও তিনি বড়দিনের অনেক আগেই বেরিয়ে পড়েছেন তাঁর ৩ চাকার স্কুটারে। যাকে তিনি তাঁর স্লেজ গাড়ি বলেন। সেই গাড়ি নিয়েই তিনি ব্রিটেনের ওরস্টার শহরে একটি ট্রাফিক ফ্রি জোনে ঢুকে পড়ে সেখানে গাড়ি রেখে শিশুদের উপহার বিলি করছিলেন।


যে রাস্তা কেবলমাত্র হেঁটে চলা মানুষদের জন্য চিহ্নিত সেখানে এভাবে গাড়ি নিয়ে ঢুকে পড়ার জন্য তাঁকে ৬০ পাউন্ড জরিমানা করে পুলিশ।

যদিও ওই ব্যক্তি সাফ জানিয়েছেন তিনি তাঁর ৩ চাকার স্কুটারটি পার্ক করেছিলেন ওই রাস্তায়। তারপর সেখানে ঘুরে শিশুদের হাতে উপহার তুলে দিচ্ছিলেন। তাই তিনি কোনও জরিমানা দেবেন না।

তিনি পুলিশে সাফ জানান জরিমানা চাওয়ার হলে সেই চালান তাঁর ঠিকানায় পাঠিয়ে দিতে। ঠিকানা জানতে চাওয়ায় তিনি জানান তাঁর বাড়ি উত্তর মেরুতে। প্রসঙ্গত সান্টাক্লজও উত্তর মেরুতেই থাকেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button