৩ বছর বাড়িতে না থেকে বাড়ির বাগানে তাঁবু খাটিয়ে দিন কাটাল বালক
এক বালক তারই বাড়ির বাইরের বাগানে ৩ বছর কাটিয়ে দিল। রোদ, বৃষ্টি, ঠান্ডা উপেক্ষা করে তার এই তাঁবুতে দিন কাটানোর পিছনে রয়েছে তারিফ যোগ্য কারণ।
তাঁবু খাটিয়ে এক দুদিন বাড়ির বাগানে কাটানোর মধ্যে একটা অ্যাডভেঞ্চার থাকতে পারে। কিন্তু বছরের পর বছর থাকলে তা হয়না। তবে কি পরিবারের ওপর রাগ করেই তার ১০ বছর বয়সে বাড়ির বাগানে থাকতে শুরু করে বালকটি? কারণ সেটাও নয়।
পরিবারের সঙ্গে তার কিছুই হয়নি। কিন্তু বাড়ির এই তরুণ সদস্যের এমনভাবে বাড়িতে না থেকে বাড়ির বাইরে তাঁবু খাটিয়ে থাকাটায় বাড়িও অমত করেনি। কিন্তু লড়াইটা দিয়েছে ওই বালক।
৩ বছর ধরে বাগানের মধ্যে খোলা আকাশের নিচে তাঁবু খাটিয়ে থাকাটা মুখের কথা নয়। সেটা সে করে দেখিয়েছে। আর যে কারণে করেছে তাতে তার এই কৃচ্ছ্রসাধন সার্থক হয়েছে।
ইংল্যান্ডের ডেভন শহরের বাসিন্দা ম্যাক্স উসে-র যখন ১০ বছর বয়স তখন সে স্থির করে একটি অনাথ আশ্রমে সে অর্থ দান করবে। আর সেই অর্থ সে নিজেই সংগ্রহ করবে। তাই সে একটি প্রকল্প শুরু করে।
‘বয় ইন দ্যা টেন্ট’ নাম দিয়ে সেই প্রকল্প শুরু হয় তার বাড়ি ছেড়ে তাঁবুতে দিন কাটানো দিয়ে। একটি ১০ বছরের বালক এক মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে রাতদিন এক করে তাঁবুতে কাটাচ্ছে। এটা সমাজ মাধ্যমের হাত ধরে মানুষের কাছে পৌঁছতে সময় নেয়নি।
অনেকে ম্যাক্সের উদ্দেশ্য সফল করতে দানও করেন। এমন করে ৩ বছর পর এখন মোট দানের অর্থ দাঁড়িয়েছে ৮ লক্ষ ৬০ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ৭ কোটি সাড়ে ৬ লক্ষ টাকার মত। এই অর্থ সংগ্রহের পর ৩ বছর তাঁবুতে কাটানোর দিন শেষ হয়েছে ম্যাক্সের।