তাঁর দিকে ছুটে আসা ধারাল ছুরি স্বপ্নপূরণ করল ৯৯ বছরের বৃদ্ধার
জটায়ু ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কিন্তু ৯৯ বছরের বৃদ্ধার কাছে এটাই স্বপ্নপূরণ। তাঁকে লক্ষ্য করে ছুটে আসা একের পর এক ধারালো ছুরি দেখে আনন্দে আত্মহারা বৃদ্ধা।
তাঁর বয়স ৯৯ বছর। কিন্তু এই বয়সেও ভয়ডর আছে বলে কারও মনে হল না। অন্তত যে ছবি সামনে এসেছে বা তিনি যা জানিয়েছেন তাতে তো নয়ই।
এক ৯৯ বছরের বৃদ্ধা এক সার্কাস দলের মালিকের কাছে মেয়েকে দিয়ে আবেদন করেন যে তিনি চান সার্কাসের শেষ শোয়ের দিন তিনি সেই বোর্ডটার সামনে দাঁড়াবেন। যে বোর্ডের সামনে দাঁড়িয়ে ‘জয় বাবা ফেলুনাথ’-এ জটায়ু অজ্ঞান হয়ে গিয়েছিলেন।
যে বোর্ডের সামনে যে কারও দাঁড়ালে বুক দুরুদুরু করাটা স্বাভাবিক। সেই বোর্ডের সামনে দাঁড়ানোটা যে কারও স্বপ্ন হতে পারে, সেটা যে কারও কাছে বিশেষ জন্মদিনের আগাম উপহার হতে পারে, তা কল্পনা করা কঠিন হত যদিনা অ্যানি ডুপলককে এভাবে দাঁড়াতে দেখা যেত।
বৃদ্ধা প্রাক্তন সার্কাস কর্মী। তিনি ইংল্যান্ডের জিপ্পো সার্কাসের মঞ্চে হাজির হন। তারপর দাঁড়ান একটি সাদা বোর্ডের সামনে। যে বোর্ডে এরপর একের পর এক ছুরি ছুঁড়তে থাকেন সার্কাসের পেশাদার শিল্পী।
সেই শিল্পী যিনি মানুষের আশপাশ দিয়ে ছুরি ছুঁড়ে বোর্ডে আটকে দেন ওই মানুষটিকে আঘাত না করে। কিন্তু ছুরি ছুটে যায় ওই দাঁড়িয়ে থাকা মানুষটির চুলমাত্র দূর দিয়ে। সামান্য এদিক ওদিক হলে ধারাল ছুরি বিদ্ধ করবে তাঁকে।
এটা অবশ্যই অত্যন্ত ঝুঁকির। কিন্তু ওই বৃদ্ধা জানিয়েছেন এভাবে ছুরির খেলার সামনে মডেল হয়ে দাঁড়ানো তাঁর স্বপ্ন ছিল। তিনি তাঁর শতবর্ষ পূরণের মুখে সেই স্বপ্নই পূরণ করলেন। সার্কাসটি শেষ শো করল লিস্টারশায়ার-এ।