সবাই দেখে ফেলল যুবরানি ডায়ানার দুষ্টুমি
বিশ্বের অন্যতম চর্চিত চরিত্র যুবরানি ডায়ানা। সেই যুবরানি ডায়ানার পাঠানো একটি দুষ্টুমি ভরা কার্ড। কি ছিল সেই কার্ডে? এবার তা দেখে ফেলল বিশ্ব।
ব্রিটিশ রাজ পরিবার তাঁর খোলামেলা আচার আচরণ নিয়ে বিরক্ত ছিল। কিন্তু বিশ্বজুড়ে বহুল চর্চিত চরিত্র ছিলেন তিনি। সেই যুবরানি ডায়ানা যে এমন এক দুষ্টুমি ভরা গ্রিটিংস কার্ড অন্য দেশের রাজাকে পাঠাতে পারেন তা অনেকেই বিশ্বাস করতে পারছেন না।
তখন গ্রিসের রাজা ছিলেন দ্বিতীয় কনস্টানটাইন। তিনিই গ্রিসের শেষ রাজা। যাঁকে সকলে চিনতেন টিনো নামে। তাঁর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল যুবরানি ডায়ানার।
সেই গ্রিসের রাজাকে যুবরানি ডায়ানা ২টি গ্রিটিংস কার্ড পাঠান। লিখে দেন কোনটা পাঠাবেন ঠিক করতে না পেরে ২টোই পাঠালেন। ২টি গ্রিটিংস কার্ডেই কার্টুনের মত করে ছবি আঁকা ছিল।
একটিতে এক তরুণীর উর্ধ্বাঙ্গে সামান্য আভরণ। নিম্নাঙ্গ দেখা যাচ্ছেনা। সে অংশ এক পুরুষের মাথা দিয়ে ঢাকা। কার্ডে লেখা পারফেক্ট ম্যানের ব্যাখ্যা কি?
অন্য কার্ডে এক পোশাকহীন পুরুষ গাছে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। যাঁর নিম্নাঙ্গ গাছের পাতা দিয়ে কোনওক্রমে ঢাকা। সেই কার্ডে লেখা অ্যাডাম কামস ফার্স্ট।
২টি কার্ড নিলামে বিক্রি হয়ে গেল। ভারতীয় মুদ্রায় দাম উঠল ৭ লক্ষ ২০ হাজার টাকার মতন। আর এই নিলামের হাত ধরে যুবরানি ডায়ানার পাঠানো এই ২টি কার্ড প্রকাশ্যেও এসে পড়ল।
ঠিক কেন এই কার্ড পাঠানো হয়েছিল তা অজানা। কখন পাঠানো হয়েছিল তাও অজানা। তবে এই ২টি কার্ড বিভিন্ন সংবাদমাধ্যমের হাত ধরে সামনে আসার পর এখন বিশ্বজুড়ে ফের একবার চর্চায় এসে পড়লেন যুবরানি ডায়ানা। প্রসঙ্গত ১৯৯৭ সালে চিত্রগ্রাহকদের গাড়ির সঙ্গে রেষারেষির সময় এক দুর্ঘটনায় মৃত্যু হয় যুবরানি ডায়ানার।