১ টুকরো করে চিকেন হাতে বিড়ম্বনায় বিমান যাত্রীরা
বিমান যাত্রীরা এক মহা বিড়ম্বনার সম্মুখীন হলেন। আকাশে তাঁরা হাতে পেলেন এক টুকরো করে চিকেন। যা দেখে তাঁরা অবাক এবং ক্ষুব্ধও।
বিমান যাত্রীরা যথেষ্ট অর্থ ব্যয় করে বিমানে যাত্রা করে থাকেন। তাঁরা যে অর্থ প্রদান করছেন তাতে সুরক্ষিত উড়ানের পাশাপাশি তাঁরা উন্নত পরিষেবা এবং প্রতিশ্রুতি মত পরিষেবা আশা করেন বিমান সংস্থার কাছ থেকে।
এক্ষেত্রে এমন এক ঘটনা ঘটল যাতে বিমান যাত্রীরা পরিষেবায় ক্ষুব্ধ আবার বিমান সংস্থা মনে করছে তারা তাদের যাত্রীদের জন্য এটুকুও যে করতে পেরেছে তার জন্য তারা গর্বিত। কি ঘটেছে আকাশে?
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের টার্কস ও কেইকোস থেকে একটি ব্রিটিশ এয়ারওয়েজের বিমান উড়েছিল লন্ডনের উদ্দেশে। কিন্তু ওড়ার ঠিক আগে যখন তারা তাদের যাত্রীদের জন্য নির্দিষ্ট খাবার তোলার প্রস্তুতি নিচ্ছিল তখন বিমানবন্দরেই তারা টের পায় খাবারগুলি কোনও কারণে নষ্ট হয়ে গেছে।
তখন বিমান উড়তেও আর বেশি দেরি নেই। ফলে বিমান সংস্থার পক্ষে নতুন করে বিমান যাত্রীদের জন্য নির্দিষ্ট খাবার তৈরি করে তা তোলা সম্ভব ছিলনা। ফলে তারা তড়িঘড়ি কেএফসি থেকে কিছু খাবার কিনে নেয়। বিমান আকাশে উড়ে যায় যাত্রীদের নিয়ে।
এবার দীর্ঘ ১২ ঘণ্টার যাত্রা। যাত্রীরা অপেক্ষাতেই ছিলেন কখন খাবার সার্ভ করা হবে। সার্ভ করাও হয়। তবে তাঁদের যে খাবার পাওয়ার কথা ছিল তা নয়। বরং তাঁদের প্রত্যেকের হাতে একটি করে চিকেনের টুকরো ধরিয়ে দেন বিমান সেবিকারা।
যা দেখে কার্যত হতবাক হয়ে যান সকলে। ১২ ঘণ্টার যাত্রায় ১ টুকরো করে চিকেন! বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল যাত্রীদের। তবে সকলেই পরিস্থিতি বুঝে বিষয়টি মেনে নিন।