১৯২ কোটি টাকার একটি কয়েন, তাক লাগাল ভারতের অতিপরিচিত কোম্পানি
ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামটা শুনে ইতিহাসের পাতায় নজর দেওয়ার দরকার নেই। দ্যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি সংস্থা যারা একটি কয়েন বানাল ১৯২ টাকা মূল্যের।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামটা শুনলে ভারতীয়দের অন্তত চট করে মনে পড়ে যায় ইংরেজ শাসনের কথা। পরাধীন ভারতের কথা। কিন্তু এখনও ব্রিটেনে দ্যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি সংস্থা রয়েছে। যারা বিলাসদ্রব্য বিক্রি করার জন্য বিখ্যাত। সেই দ্যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার তৈরি করল একটি কয়েন।
এমন দামি কয়েন বিশ্বে এখনও তৈরি হয়নি। সোনা আর হিরে ঠাসা এই কয়েনটি তৈরি হয়েছে ১৮.৪৭ মিলিয়ন পাউন্ড খরচ করে। ভারতীয় মুদ্রায় যা ১৯২ কোটি টাকার প্রায় সমতুল।
রানি দ্বিতীয় এলিজাবেথ-এর মৃত্যুর ১ বছর পূর্ণ হওয়াকে সামনে রেখে সংস্থা তাঁর স্মৃতির উদ্দেশ্যে এই কয়েন তৈরি করেছে। যাতে প্রায় ৪ কেজি সোনা এবং ৬ হাজারের ওপর হিরে ব্যবহার করা হয়েছে।
নিপুণ দক্ষতায় তৈরি এই কয়েনটি কেবল রানির উদ্দেশ্যে এক অমূল্য সংগ্রহই নয়, তা বিশ্ববাসীর কাছে এখন এক দ্রষ্টব্য বস্তুও বটে। এমন একটা কয়েন তৈরি করে কার্যত তাক লাগিয়ে দিয়েছে সংস্থা।
দ্যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই কয়েনটির ছবি তাদের এক্স হ্যান্ডলেও ভাগ করে নিয়েছে। ফলে বিশ্ববাসী তা ছবিতে দেখার সুযোগ পেয়েছেন।
এই কয়েনটি সাধারণের দেখার জন্য রাখা হলে তাও প্রবল আকর্ষণের কেন্দ্র হতেই পারে। স্মৃতির উদ্দেশ্যে তৈরি কয়েনের জগতে এই কয়েন এক আলাদা জায়গা নিয়ে থাকবে বলেই মনে করছেন সকলে।