রাষ্ট্রসংঘের নতুন মহাসচিব নিযুক্ত হলেন আন্তোনিও গুতেরেস। পর্তুগালের বাসিন্দা আন্তোনিও সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীও বটে। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের প্রতিনিধি সাধারণ সভায় উপস্থিত থেকে রাষ্ট্রসংঘের পরবর্তী মহাসচিব হিসাবে ৬৭ বছরের আন্তোনিও গুতেরেসকে বেছে নেন। তবে এখনই দায়িত্ব হাতে পাচ্ছেন না আন্তোনিও। রাষ্ট্রসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের সময়সীমা শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। ফলে ১ জানুয়ারি, ২০১৭ থেকে এই নয়া দায়িত্বভার হাতে পাবেন আন্তোনিও। তিনিই হবেন রাষ্ট্রসংঘের নবম মহাসচিব।
পর্তুগালের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব আন্তোনিও গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ পর্যন্ত সে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর ২০০৫ সালে ইউএন হাই কমিশনার ফর রিফিউজি পদে নির্বাচিত হন। তখন থেকেই রাষ্ট্রসংঘের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন আন্তোনিও। ২০১৫ সাল পর্যন্ত ওই পদেই ছিলেন তিনি। গত সপ্তাহেই রাষ্ট্রসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ আন্তোনিও গুতেরেসের নাম পরবর্তী মহাসচিব হিসাবে নির্বাচিত করে চূড়ান্ত বিবেচনার জন্য সাধারণ সভায় পাঠিয়ে দেয়। এদিন সেই সিদ্ধান্তেই সিলমোহর দিল সাধারণ সভা। আপাতত ৫ বছরের জন্য নির্বাচিত হলেও রাষ্ট্রসংঘের সদস্যরা চাইলে মহাসচিব হিসাবে আরও ৫ বছর কাজ করার সুযোগ পাবেন আন্তোনিও।