সাংবাদিকরা যখন কোনও সংগঠনের কোনও বার্তা বা বিজ্ঞপ্তি পান, তা তাঁরা পান প্রেস রিলিজ হিসাবে। সংবাদমাধ্যমের জন্য প্রেস রিলিজ বহুদিন ধরেই চলে আসছে। সাংবাদিকতার জীবনে হাতে প্রেস রিলিজ মিলবেই। রাষ্ট্রসংঘও এতদিন তাদের যে কোনও প্রেস বিজ্ঞপ্তি কাগজে ছাপা অক্ষরে সাংবাদিকদের হাতে দিত। ইংরাজি তো বটেই সেইসঙ্গে চিনা, রাশিয়ান, আরবি, ফ্রেঞ্চ ও স্প্যানিশ ভাষায় প্রেস বিজ্ঞপ্তি ছাপা হত। আগামী দিনে তারা আর কোনও ছাপার অক্ষরে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করবে না বলে জানিয়ে দিয়েছে রাষ্ট্রসংঘ। গাছ বাঁচাতেই তাদের এই পদক্ষেপ।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফলে আগামী দিনে রাষ্ট্রসংঘের কাছ থেকে কোনও বিজ্ঞপ্তি আর হাতে পাবেন না সাংবাদিকরা। এতে কাগজের ব্যবহার যেমন কমবে তেমনই কমবে রাষ্ট্রসংঘের খরচ। তবে এই প্রেস বিজ্ঞপ্তি বাঁচিয়ে বছরে কতটা গাছ বা কাগজ বাঁচবে সে সম্বন্ধে কোনও তথ্য রাষ্ট্রসংঘের তরফে দেওয়া হয়নি।
তাহলে আগামী দিনে রাষ্ট্রসংঘের প্রেস রিলিজ মিলবে কীভাবে? জানানো হয়েছে এবার থেকে সব প্রেস রিলিজ পাওয়া যাবে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে। সেখান থেকে ডিজিটাল ডাউনলোড করে নেবেন সাংবাদিকরা। তারপর তা তাঁদের মত করে কাজে লাগাবেন। পেপারলেস দুনিয়ার লক্ষ্যে রাষ্ট্রসংঘের এই পদক্ষেপকে অবশ্য স্বাগত জানাচ্ছেন অনেকেই।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)