পৃথিবী কি এবার শেষের পথে, সব হাতের বাইরে চলে গেছে
সব হাতের বাইরে চলে গেছে। যা পৃথিবীর মানুষের জন্য এক চরম শব্দ হয়ে সামনে এল। যিনি কথাটা বললেন তাঁর বক্তব্যের পর এবার চিন্তা তাহলে কি পৃথিবী এবার শেষে পথে।
সব কিছু নাকি হাতের বাইরে চলে গেছে। আর সেটা মাত্র ২ দিনের ভিত্তিতে বলে দিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলে দিলেন না বলে বলা ভাল চরম ভবিষ্যতবাণী করে দিলেন। যা বিশ্ববাসীর জন্য অবশ্যই আতঙ্কের কথা। যিনি বললেন তাঁর বক্তব্যের যে মূল্য আছে তা বিশ্ববাসী জানেন। ফলে চিন্তা আরও বেশি।
আন্তোনিও গুতেরেসের মতে, বিশ্ব উষ্ণায়নের জেরে যে জলবায়ু পরিবর্তন হয়েছে তাকে রোখা আর সম্ভব নয়। তা হাতের বাইরে চলে গেছে।
বিশ্বের গড় উষ্ণতা চলতি মাসেই রেকর্ড তৈরি করে প্রথমে হয় ১৭.১ ডিগ্রি। তার ঠিক একদিন পর তা আরও বেড়ে হয় ১৭.১৮ ডিগ্রি। যা এমন এক পরিস্থিতির জন্ম দিয়েছে যে ক্রমশ জলবায়ু পরিবর্তন হাতের বাইরে চলে যাচ্ছে বলেই মনে করছেন রাষ্ট্রসংঘের মহাসচিব।
যেভাবে বিশ্বজুড়ে গ্রীষ্মের গরম ও এল নিনো-র সক্রিয় প্রভাব জোড়া ফলার মত বিদ্ধ করেছে বিশ্বকে তাতে কিন্তু গরমই আগামী দিনে বিশ্ববাসীকে অসহ্য পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে দিতে পারে। এমনই আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞ।
ইতিমধ্যেই ভারতে এবার গরম অন্য রূপে সামনে এসেছে। পশ্চিমবঙ্গের মানুষ টের পেয়েছেন এমন গরম তাঁরা আগে কখনও দেখেননি। উত্তাপের চরিত্রও কিছুটা বদল হয়েছে।
এদিকে এর মধ্যেই এল নিনো ফিরে আসার বার্তা দিয়ে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছেন বিশেষজ্ঞেরা। আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, এই পরিস্থিতিতে লাগাম দিতে অর্থাৎ জলবায়ু পরিবর্তনকে নিয়ন্ত্রণে রাখতে আর এতটুকু সময় নষ্ট না করে প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করে দেওয়া উচিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা