রাষ্ট্রপুঞ্জে এদিন পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি কাশ্মীর ইস্যু উত্থাপন করে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করেন। জানান, ভারত কাশ্মীরে অত্যাচার চালাচ্ছে। কাশ্মীরিদের সংগ্রামকে দমন করতে নির্মম চেষ্টা করছে। এটা খতিয়ে দেখার জন্য রাষ্ট্রপুঞ্জের তরফে এক দূত নিয়োগের আর্জি জানান তিনি। পাকিস্তানের এই বক্তব্যের পাল্টা জবাব দেয় ভারতও।
রাষ্ট্রপুঞ্জে ভারতের ফার্স্ট সেক্রেটারি হিসাবে নিযুক্ত ইনাম গম্ভীর বলেন, ভারতের কাছে পাকিস্তান এখন নিখাদ ‘টেররিস্তান’-এ পরিণত হয়েছে। পাকিস্তানকে সন্ত্রাসের নিখাদ জমি বলে কটাক্ষ করে গম্ভীর বলেন, পাকিস্তান এখন সন্ত্রাস উৎপাদনের কারখানা হয়ে উঠেছে। যারা সারা বিশ্বে সন্ত্রাসবাদকে ছড়িয়ে দিচ্ছে। পাকিস্তান তাদের দেশকে সন্ত্রাসবাদী নেতাদের স্বর্গরাজ্য করে তুলেছে। যেখানে সেনাবাহিনীর সদর শহরে জায়গা পান সন্ত্রাসবাদী নেতারা। বিশ্ব সন্ত্রাসের আর এক নাম ওসামা বিন লাদেনকেও এক সময়ে পাকিস্তান লুকিয়ে রেখেছিল বলেও ক্ষুরধার আক্রমণে ফাঁক রাখেননি ইনাম গম্ভীর। পাশাপাশি ফের একবার তিনি পাকিস্তানকে মনে করিয়ে দেন যে কাশ্মীরে সীমান্তপার থেকে সন্ত্রাস চালিয়ে ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করা যাবে না। পাকিস্তানের মনে রাখা উচিত, কাশ্মীর চিরদিন ভারতের অবিচ্ছেদ্য ভূখণ্ড হয়েই থাকবে।