প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়ছে ভারতের খরচ। সম্প্রতি জাতিসঙ্ঘের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত ২০ বছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভারত বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে। যার পরিমাণ ৭৯৫ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় ৫৮ হাজার ৫৮০ কোটি টাকা।
ইকনমিক লসেস নামে রাষ্ট্রসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে ভারতে প্রাকৃতিক দুর্যোগে ব্যয়ভার ১৯৯৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১৫১ শতাংশ বেড়েছে। এছাড়াও ২ দশক আগে আবহাওয়া সংক্রান্ত দুর্যোগের জন্য যে পরিমাণে ক্ষতি হত তার চেয়ে দ্বিগুণ আর্থিক ক্ষতির মুখে এখন রয়েছে ভারত। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৮ সালে প্রাকৃতিক দুর্যোগের জন্য ভারতের যা ক্ষতি হয়েছে ১৯৯৭ সালে তার দ্বিগুণ ক্ষতি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে খরচের তালিকার প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে রয়েছে চিন। তৃতীয় স্থানে রয়েছে জাপান। আর চতুর্থ স্থানে রয়েছে ভারত।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)