ভারতের আলোর উৎসব দীপাবলি উপলক্ষে ২টি ডাকটিকিট প্রকাশ করল রাষ্ট্রসংঘ। প্রজ্বলিত মাটির প্রদীপ প্রতীকী ছবি দিয়েই সাধারণত দীপাবলিকে বোঝানো হয়। এবার সেই প্রদীপ বা দিয়ার ২টি ছবি দিয়ে ২টি ডাকটিকিট প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়কে সামনে রেখেই এই উদ্যোগ বলে রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়েছে। দীপাবলিকে সামনে রেখে ডাক টিকিট প্রকাশ করার জন্য ভারতের তরফ থেকে রাষ্ট্রসংঘকে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন।
ডাক টিকিটটির দাম নির্ধারণ করা হয়েছে ১.১৫ মার্কিন ডলার। যা এই মুহুর্তে আন্তর্জাতিক ডাকের ন্যূনতম মূল্যের ডাক টিকিট। রাষ্ট্রসংঘের ডাকঘর ছাড়াও দিয়ার ডাকটিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)