দেশে বেড়ানোর মত একটা গ্রামও নেই, চিন্তায় ফেলল বিশ্ব তালিকা
গ্রামে বেড়ানোও পর্যটনের একটা অংশ। যা বিভিন্ন দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। সেই বিশ্ব তালিকায় ভারতের একটা গ্রামও নেই। তালিকা দেখে অবাক সরকারও।
গ্রামও একটা দেখার মত জায়গা। সেখানকার জীবনযাত্রা, প্রকৃতি, অর্থনীতি, মানুষজন এসব দেখতে বহু পর্যটক গ্রামে হাজির হন। গ্রাম ঘুরে দেখেন। এটা কেবল ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য এমনটা নয়। বিশ্বের সব দেশের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। প্রতিটি দেশের গ্রামেরই একটা নিজস্ব বৈচিত্র্য আছে। গন্ধ আছে।
রাষ্ট্রসংঘের বিশ্ব পর্যটন সংগঠন ২২টি দেশের এমন ৩২টি গ্রামের তালিকা প্রকাশ করেছে। ২০২২ সালের সেই তালিকায় ভারতের একটা গ্রামও জায়গা পায়নি। অথচ এমনও দেশ রয়েছে যাদের একাধিক গ্রাম তালিকায় জায়গা করে নিয়েছে।
ভারত কৃষি প্রধান দেশ। গ্রাম ভারতের ঐতিহ্যের ধারক, বাহক। গ্রাম ভারতের গর্ব। ভারতে গ্রামের সংখ্যা নেহাত কম নয়। সেখানে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, অগুন্তি গ্রামের একটা গ্রামও এমন নেই যেখানে বেড়াতে যাওয়া যায়। অন্তত ২০২২-এর তালিকায় ভারতের একটা গ্রামও না থাকা রাষ্ট্রসংঘের সেই মূল্যায়নকেই সামনে আনল।
এভাবে ভারতের একটা গ্রামও পর্যটন মানচিত্রে জায়গা না পাওয়ায় হতবাক এবং চিন্তিত সাংবিধানিক প্যানেল। যে গ্রামগুলিকে এই তালিকার জন্য মনোনীত করে পাঠানো হয়েছিল সেইসব গ্রামের তালিকা চেয়ে পাঠিয়েছে প্যানেল।
ভারত কৃষি প্রধান দেশ। এখানকার সংস্কৃতি ধরা পড়ে গ্রামের কোণায় কোণায়। ভারতের গ্রাম পর্যটন যদি তার জায়গা তৈরি করতে পারে, তাহলে বহু মানুষের কর্মসংস্থানও হবে এই গ্রাম পর্যটনের হাত ধরে।
এমন এক দেশের একটি গ্রামও ২০২২-এর গ্রাম পর্যটনের রাষ্ট্রসংঘের করা তালিকায় জায়গা না পাওয়া সরকারকেও চিন্তায় ফেলে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা