ফের প্রাণ কাড়ল ওমিক্রন, এবার নতুন দেশে
ফের প্রাণ কাড়ল ওমিক্রন। এবার একটি নতুন দেশে। ওমিক্রন প্রাণ কাড়তে পারেনা বলেই শোনা যাচ্ছিল প্রথম থেকে। কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রাণ কেড়েছে ওমিক্রন।
ওমিক্রনের উপসর্গ হাল্কা এবং এর প্রভাবও খুব মারাত্মক নয়। ওমিক্রন মানুষকে হাসপাতালে পাঠায় না, প্রাণ কাড়ে না। এমনই একটা ধারনা ওমিক্রন ছড়াতে শুরু করার পর থেকে শোনা যাচ্ছিল।
কিন্তু ক্রমশ সেই ধারনা ভেঙে দিচ্ছে ওমিক্রন। যত সংক্রমণ ছড়াচ্ছে ততই ওমিক্রনের নখ দাঁত বাইরে বেরিয়ে আসছে। এবার ওমিক্রন হাসপাতালে ভর্তি হওয়া বা প্রাণহানির কারণ হতে শুরু করেছে।
ওমিক্রনে ব্রিটেনে ইতিমধ্যেই ১৩ জনের প্রাণ গেছে। এই সংখ্যা বাড়বে বলেই মনে করছে খোদ ব্রিটিশ প্রশাসন। সেখানে এখন সবচেয়ে প্রভাবশালী করোনা স্ট্রেন ওমিক্রন।
সেই ওমিক্রন হালে ঢুকে পড়েছে আমেরিকাতেও। আর সেই মার্কিনমুলুকে এবার ১ জনের প্রাণও কেড়ে নিল ওমিক্রন। ৫০-এর কোটায় বয়স মৃত ব্যক্তির। তিনি টিকা গ্রহণ করেননি। তাঁর বেশ কিছু শারীরিক সমস্যাও ছিল।
এই ঘটনার কথা জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ফের করোনা প্রতিষেধক টিকা গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা শুরু হয়েছে। প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সবচেয়ে ভয়ংকর আকার নিয়েছে। সবচেয়ে বেশি মানুষের প্রাণ কেড়েছে। সর্বাধিক মানুষ আক্রান্ত হয়েছেন।
এখনও করোনা ছড়াচ্ছে সেখানে। তা সত্ত্বেও সেখানে করোনা প্রতিষেধক টিকা নেওয়ার ক্ষেত্রে একটা অনীহা নজর কেড়েছে। প্রশাসনের তরফে বারবার টিকা গ্রহণের জন্য মানুষকে উৎসাহিত করার চেষ্টা চলছে। এবার ওমিক্রনে প্রথম এক মার্কিন নাগরিকের মৃত্যুকে সামনে রেখে সেই অভিযানে গতি আনার চেষ্টা করছে প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা