ভারতীয় অভিভাবকদের অনেকেরই স্বপ্ন থাকে ছেলে বা মেয়ে পড়াশোনা করে আমেরিকায় গিয়ে চাকরি করুক। অনেক পড়ুয়াও চায় পড়াশোনা করে মার্কিন মুলুকে চাকরি করতে। যানও অনেকে। এখন সারা ভারতে হিসেব করলে দেখা যাবে মার্কিন মুলুকে চাকরি করেন এমন ভারতীয়ের সংখ্যা নেহাত কম নয়। যখন ভারতীয়দের মধ্যে এমন এক মার্কিন মুলুকে চাকরির প্রবল আকর্ষণ কাজ করছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারাই কিন্তু উল্টো ভাবছেন। তাঁরা চাইছেন আমেরিকা ছেড়ে অন্য দেশে চাকরি করতে। কেরিয়ার বানাতে। ব্রিটেনের কেন্টের একটি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে প্রতি ৩ জন মার্কিন নাগরিকের ১ জন চাইছেন মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে বেরিয়ে অন্য দেশে সেটল হতে।
কেন এই প্রবণতা? গবেষণার ফল বলছে অন্য দেশকে চেনার নেশাই এই প্রবণতা তৈরি করেছে। যাঁরা মার্কিন মুলুক ছেড়ে বাইরে গিয়ে কেরিয়ার বানাতে চাইছেন তাঁদের মধ্যে ৮৭ শতাংশই অন্য দেশকে চিনতে দেশ ছাড়তে চাইছেন। অথচ রাজনৈতিক কারণ এক্ষেত্রে বড় একটা কাজ করছে না।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)