বাদুড় সুন্দরী প্রতিযোগিতায় জয়ী শেক্সপিয়র
সুন্দরী প্রতিযোগিতা কি কেবল মানুষেরই হয়। অন্য কোনও প্রাণির ক্ষেত্রে হলে ক্ষতি কি। সেটা মাথায় রেখেই অনুষ্ঠিত হল বাদুড়দের সুন্দরী প্রতিযোগিতা।
বাদুড়দের সুন্দরী প্রতিযোগিতা। পড়ে একটু খটকা লাগল! কিন্তু সেটাই হয়েছে। বাদুড়দের সৌন্দর্য মূল্যায়ন হয়েছে। আর তারপর বেছে নেওয়া হয়েছে সেরা সুন্দরী বাদুড়কে। এমনিতেই ২০২০ সাল থেকে বাদুড় সারা বিশ্বেই বেশ চর্চিত। করোনা বিশ্বে থাবা বসানোর পর প্রথম আঙুলটা উঠেছিল বাদুড়ের দিকেই।
বাদুড় যে করোনার পিছনে হাত থাকা থেকে এখনও পুরোপুরি ক্লিনচিট পেয়েছে তাও নয়। সেই বাদুড়দের সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজিত হয়ে আসছে বাদুড় সপ্তাহে। বাদুড়দের রক্ষা করতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই সপ্তাহ পালন করা হয় আমেরিকা জুড়ে।
আমেরিকা জুড়ে সেই সময় একটি বাদুড়দের সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অবশ্যই এই প্রতিযোগিতায় জ্যান্ত বাদুড়রা এসে নিজেদের সৌন্দর্য তুলে ধরে এমনটা নয়। বরং বিভিন্ন ফটোগ্রাফার তাঁদের তোলা বাদুড়ের ছবি পাঠান।
সেসব ছবি থেকেই বেছে নেওয়া হয় বাদুড় সুন্দরীকে। এক্ষেত্রে বাদুড়দের যে কোনও প্রকারের ছবিই প্রতিযোগিতায় জায়গা পায়। এই প্রতিযোগিতায় সেরা বেছে নেওয়াটাও ছেড়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের হাতে।
তাঁরাই স্থির করেন সেরা বাদুড় সুন্দরী কে হবে। সেই অনুযায়ী এ বছর বাদুড় সুন্দরী হয়েছে আমেরিকার অরিগন রাজ্যের একটি বাদুড়। যার নাম শেক্সপিয়র।
গত বছরও এই অরিগন থেকেই বারবার নামে একটি বাদুড় এই প্রতিযোগিতা জিতেছিল। ফলে পরপর ২ বার অরিগনের বাদুড় জিতে নিল সেরা সুন্দরীর তকমা।