রাতের আকাশে ছুটছে আগুনের গোলা, কি ওগুলো সে রহস্যের কিনারা হল
রাতের আকাশের বুক চিরে একের পর এক আগুনের গোলা ছুটে চলেছে। যা চোখে পড়ার পর কার্যত চোখ ফেরাতে পারেননি অনেকে। কি ওগুলো, সে রহস্যের পরে অবশ্য কিনারা হয়।
রাতের আকাশে যে সেদিন কোনও মহাজাগতিক বিস্ময় অপেক্ষা করে আছে তেমন কোনও খবর ছিলনা। এখন চোখে দেখা যাবে এমন মহাজাগতিক ঘটনা ঘটার কথা থাকলে আগেই তা নানা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
কি দেখা যাবে, কখন দেখা যাবে, কেমন দেখতে লাগবে, খালি চোখে দেখা যাবে কিনা, সব তথ্যই সাধারণ মানুষ পেয়ে যান। তাই অপেক্ষায় থাকেন সেই দৃশ্য দেখার জন্য।
কিন্তু রাতের আকাশের বুক চিরে এমন একের পর এক আগুনের গোলা ছুটে চলেছে অথচ এমন কিছু হওয়ার কোনও আগাম খবর ছিলনা! এটা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ প্রান্তের বাসিন্দাদের অবাক করে।
টেনেসি, আরকানসাস সহ মার্কিন মুলুকের দক্ষিণ প্রান্তের রাজ্যগুলির অনেক বাসিন্দাই অবাক হয়ে আকাশের দিকে চেয়ে দেখেন আগুনের গোলার ঝাঁক ছুটে যাচ্ছে। রীতিমত উজ্জ্বল সে আগুনের গোলা।
কি ওগুলো? প্রাথমিক বিস্ময় কাটিয়ে প্রশ্নটা ঘুরপাক খেতে থাকে মানুষের মনে। পরে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি পরিস্কার করার চেষ্টা করেন এক জ্যোতির্বিজ্ঞানী।
তিনি জানান ওটা কোনও মহাজাগতিক বিস্ময় নয়। বরং চিনের একটি কার্যকাল শেষ করা কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষ। যা বায়ুমণ্ডলের ঘর্ষণে টুকরো হয়ে আগুনের গোলা হয়ে ছিটকে পড়ে।
সেগুলিই রাতের আকাশে সকলের নজর কেড়ে নিয়েছিল। ফলে ওগুলো কি সে রহস্য আর রহস্য থাকেনা। তারা কি সেটা পরিস্কার হয়ে যায়।