
পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। এই সন্ত্রাসবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান হল মাসুদ আজহার। মাসুদ আজহারকে অনেক আগে থেকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে তকমা দিতে বিশ্বের দরবারে আর্জি জানিয়ে আসছে ভারত। কিন্তু মাসুদকে এই তকমা দিতে রাজি নয় চিন। ফলে ভারতের আর্জি বারবার হোঁচট খাচ্ছে। কিন্তু এবার খোলাখুলি মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দিতে তাদের আপত্তি নেই বলে জানিয়ে দিল আমেরিকা।

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষা উপদেষ্টা জন বোলটন ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে জানিয়ে দিয়েছেন মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দিতে তাঁদের আপত্তি নেই। সীমান্তপার সন্ত্রাস থেকে তাদের নিজেদের রক্ষার অধিকার নিয়ে ভারতকে মার্কিন মুলুকের যাবতীয় সমর্থনের কথাও নিশ্চিত করেছেন বোলটন।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ অনেক আগেই জইশ-ই-মহম্মদকে সন্ত্রাসবাদী সংগঠনের তালিকায় ফেলে দিয়েছে। এবার সেই সংগঠনের মাথা মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দিতেও তারা তৈরি। তবে এক্ষেত্রে বড় বাধা চিন। কারণ চিনের যুক্তি হল এখনও পর্যন্ত তাদের যাবতীয় তথ্যের ভিত্তিতে মনে হয়নি যে মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দেওয়া যেতে পারে। গত শুক্রবার সন্ধেয় দোভাল ও বোলটনের মধ্যে টেলিফোনে কথা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা