লাখ পার করল মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু
করোনা সংক্রমণ হোক বা মৃত্যু। দুয়েতেই ১ নম্বরে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার তাদের করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষ পার করল।
ওয়াশিংটন : মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার দাপট শুরুর পর থেকেই সেখানে দৈনিক লাফ দিয়েছে করোনা সংক্রমণ ও করোনায় মৃত্যু। মঙ্গলবার সেখানে মৃতের সংখ্যা ১ লক্ষ পার করে গেল। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭ লক্ষ ২৫ হাজারের ওপর মানুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লক্ষ ৮০ হাজার করোনা রোগী। সবচেয়ে খারাপ পরিস্থিতি নিউ ইয়র্কের। সেখানেই মৃত্যু হয়েছে প্রায় ৩০ হাজার মানুষের। ২ নম্বরে রয়েছে নিউ জার্সি। সেখানে ১১ হাজারের ওপর মানুষের মৃত্যু হয়েছে।
বিশ্বে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লক্ষের ওপর মানুষ। মঙ্গলবার করোনায় মৃত্যুর নিরিখে সব মিলিয়ে সাড়ে ৩ লক্ষের গণ্ডি পার করেছে বিশ্ব। মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৫২ হাজারের ওপর মানুষের। অন্যদিকে সুস্থ হয়েছেন ২৪ লক্ষ ৪৫ হাজারের ওপর মানুষ।
বিশ্বে সংক্রমণের নিরিখে ২ নম্বরে রয়েছে ব্রাজিল। ৩ নম্বরে রাশিয়া। ৪ নম্বরে স্পেন, পাঁচে ব্রিটেন, ছয়ে ইতালি, সাত নম্বরে ফ্রান্স, আটে জার্মানি, ৯ নম্বরে তুরস্ক। ১০ নম্বরে রয়েছে ভারত।
করোনায় মৃতের নিরিখে আমেরিকার পর ২ নম্বরে রয়েছে ব্রিটেন। সেখানে ৩৭ হাজারের ওপর মানুষের মৃত্যু হয়েছে। ৩ নম্বরে ইতালি। ইতালিতে মৃত ৩২ হাজারের ওপর। ৪ নম্বরে ফ্রান্স। সেখানে মৃত সাড়ে ২৮ হাজারের ওপর। ৫ নম্বরে স্পেন। স্পেনে ২৭ হাজারের ওপর মানুষ প্রাণ হারিয়েছেন করোনায়। ৬ নম্বরে রয়েছে ব্রাজিল। সেখানে মৃত্যু হয়েছে সাড়ে ২৪ হাজারের ওপর মানুষের। ৭টি দেশ ছাড়া আর কোনও দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ৫ অঙ্ক ছোঁয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা