গ্রাহকদের দেওয়া উপহারে কেঁদে ফেললেন ৮৯ বছরের ডেলিভারি বয়
৮৯ বছর বয়সেও তিনি পিজা পৌঁছে দেন গ্রাহকদের বাড়িতে। তাঁর কথা মন ভরিয়ে দেয় গ্রাহকদের। মন কাঁদে গ্রাহকদের। অসামান্য উপায়ে বৃদ্ধের পাশে দাঁড়ালেন তাঁরা।
এক গ্রাহক জানিয়েছেন তাঁর অর্ডার দেওয়া পিজা নিয়ে যিনি আসেন তিনি এক বৃদ্ধ। কথায় কথায় জানতে পারেন তাঁর বয়স ৮৯ বছর। এই বয়সেও তাঁকে বিল মেটানোর অর্থ জোগাড় করতে বেছে নিতে হয়েছে পিজা ডেলিভারি বয়ের কাজ।
তাতে অবশ্য দুঃখ নেই সুঠাম চেহারার বৃদ্ধের। তাঁর সবচেয়ে বড় গুণ তিনি গ্রাহকদের পিজা দিতে গিয়ে সুন্দর কথা বলেন। তাঁর কথা শুনে গ্রাহকদের ভাল লাগে। তাঁর সঙ্গে ওই গ্রাহকের কথোপকথন গ্রাহকের ডোরবেলে থাকা রেকর্ডারে রেকর্ড হয়ে যায়।
এই বয়সে, জীবনের সায়াহ্নে এসে একজনের বিশ্রামে বাকি দিনগুলো কাটানোর কথা, সেখানে ডারলিনকে এই বয়সে সপ্তাহে ৩০ ঘণ্টা পরিশ্রম করতে হয়। যা তিনি হাসিমুখে করেন। কঠিন পরিশ্রম করে পিজার ব্যাগ নিয়ে ঘোরেন পিজা অর্ডার দেওয়া গ্রাহকদের দরজায় দরজায়।
এটা দেখার পর এক গ্রাহক তাঁর চোখের জল ধরে রাখতে পারেননি। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটার বাসিন্দা ৮৯ বছরের পিজা ডেলিভারি বয় ডারলিনের কাহিনি তিনি সোশ্যাল সাইটে দেন। বহু মানুষ এই মিষ্টভাষী বৃদ্ধের কথা শুনে স্থির করেন তাঁরা ওই মানুষটার পাশে দাঁড়াবেন।
তাঁরা সকলে কিছু কিছু করে ডোনেশন দিয়ে একটি ফান্ড তৈরি করেন। তারপর একদিন তাঁরা হাজির হয়ে যান ডারলিনের বাড়িতে।
তাঁর হাতে তুলে দেন ১২ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ৯ লক্ষ ২৩ হাজার টাকার কিছু বেশি। এই উপহার, এই ভালবাসা পেয়ে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি ডারলিন।