World

এ কি খেলেন, ভিটামিন ট্যাবলেট ভেবে গিলে নিয়ে টনক নড়ল মহিলার

ট্যাবলেট সকলেই জল দিয়ে গিলে নেন। তিনিও তাই করেছিলেন। ভেবেছিলেন তিনি ভিটামিন ট্যাবলেট খেয়েছেন। কিন্তু বাস্তবটা তা নয়।

সকালে প্রতিদিনের মতই তিনি বন্ধুদের সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন। হাঁটতে হাঁটতে এক সময় তাঁর মনে হয় ভিটামিন ট্যাবলেটটা খেয়ে নেওয়াই ভাল। ভিটামিন ট্যাবলেট তিনি প্রতিদিনই খান। সেদিন হাঁটার মাঝেই দাঁড়িয়ে ভিটামিন ট্যাবলেটটা গিলে নেন। কিন্তু গেলার পরই তাঁর কিছুটা অন্যরকম লাগে।

কিছুক্ষণ পর তিনি তাঁর স্বামীর এয়ারপডটি কানে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু হাতের মুঠো খুলে দেখেন এয়ারপড নেই। হাতে রয়ে গেছে ভিটামিন ট্যাবলেট।


কিন্তু ভিটামিন ট্যাবলেট তো তিনি খেয়ে ফেলেছেন। পরক্ষণেই তিনি বুঝতে পারেন কি হয়েছে। তিনি ভিটামিন ট্যাবলেটটা হাতে ধরে রেখে এয়ারপডটা গিলে নিয়েছেন ট্যাবলেট ভেবে।

নিউ ইয়র্ক পোস্ট সহ অন্যান্য সংবাদপত্রে বার হওয়া খবর অনুযায়ী, ওই মার্কিন মহিলা এটাও বুঝতে পারেন যে তাঁর গলা দিয়ে একটা কিছু খুব ধীরে ধীরে নিচে পাকস্থলীর দিকে নামছে।


তিনি বাড়ি ফিরেই স্বামীকে সবটা খুলে বলেন। বন্ধুদের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেন। অবশেষে স্থির করেন ওটাকে শরীরের স্বাভাবিক নিয়মে বেরিয়ে যেতে দেবেন। সেজন্য দীর্ঘ অপেক্ষা চলে।

অবশেষে ওই মহিলা সকলকে জানান এয়ারপডটি স্বাভাবিক নিয়মে বর্জ্য ত্যাগের সময় শরীর থেকে বেরিয়ে গেছে। অনেকেই সেটি শুনে আশ্বস্ত হন।

ওই মহিলাও যে ধৈর্যের পরীক্ষা দেন তারও তারিফ হয়েছে। কারণ এয়ারপড পেটে রয়েছে। তা কখন বার হবে জানা নেই। এও এক চরম অপেক্ষা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button