শহরের প্রধান রাজপথ অবরুদ্ধ করে দিল সহস্র ভেড়ার পাল
বিশাল চওড়া রাস্তা। সারাদিন ব্যস্ত থাকে যান চলাচলের চাপে। সেই রাস্তা সকালের ব্যস্ত সময়ে বন্ধ করে দিল ১ হাজারের ওপর ভেড়ার পাল।
এক বিশাল ভেড়ার পাল স্তব্ধ করে দিল একটি রাজপথ। কালো পিচের রাস্তা ধরে তারা এগোল একসঙ্গে। ভেড়াদের সেই মিছিল কার্যত চুপচাপ দাঁড়িয়ে দেখল পুলিশ। ভেড়ার পাল তাদের নিজস্ব ছন্দেই রাস্তা ধরে এগিয়ে চলল। কোনও হেলদোল নেই।
এদিকে ভেড়ার পালকে সরিয়ে রাস্তা যান চলাচলের যোগ্য করারও কোনও তাগিদ দেখা গেল না পুলিশ প্রশাসনের। হওয়ার কথাও নয়। কারণ এটা শহরের বহু পুরনো এক সংস্কৃতি।
ভেড়ার পালেরা এভাবেই বছরে একবার রাজপথ ধরে এগিয়ে যায় তাদের শীতের আস্তানার দিকে। এটা একটা রীতি হয়ে উঠেছে। ভেড়ার পালের এই মিছিল দেখার জন্য বহু মানুষ রাস্তায় ভিড় জমিয়েছিলেন।
শুধুই কি ভেড়ার পাল! সেই সঙ্গে তাদের সঙ্গে সুর তুলে এগিয়ে চলে ব্যান্ড। ছিল পুরনো ট্র্যাক্টর, ঘোড়া এবং আরও অনেককিছু। যা এই বাৎসরিক ভেড়ার পালের মিছিলকে আরও সুন্দর করে তুলেছিল।
পুলিশের তরফেও জানানো হয় মিছিলটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা রাজ্যের সবচেয়ে বড় শহর সিডার। এই সিডার শহরেই প্রতিবছর অনুষ্ঠিত হয় এই ভেড়ার পালের মিছিল।
এই সহস্র ভেড়ার মিছিলের ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পাহাড়ের চারণভূমি থেকে শহরের প্রধান রাজপথে চলে আসা ভেড়ার পাল দেখতে আসা মানুষ কিন্তু অপেক্ষা করেন এই মিছিল দেখার জন্য। আগ্রহ ছিল চূড়ান্ত।