উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ হল শনিবার। ৭৩টি বিধানসভা কেন্দ্রে এদিন ভোটগ্রহণ হয়। ভোট পড়েছে ৬৪ শতাংশ। প্রসঙ্গত ২০১২ সালে এই দফায় এই কেন্দ্রগুলিতেই ভোট পড়েছিল ৬১ শতাংশ। কিছু বিচ্ছিন্ন হিংসার ঘটনা বাদ দিলে শনিবার মোটের ওপর ভোটগ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবেই। ভাগপতের বাঘু কলোনি এলাকায় দু’পক্ষের সংঘর্ষে ১০ জন গুরুতwর আহত হয়েছেন। ভাগপতের লুয়ান গ্রামে রাষ্ট্রীয় জনতা দলের সমর্থকেরা দলিত ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেন বলে অভিযোগ। ফলে অবস্থা উত্তপ্ত হয়। এদিকে মেরঠের সারধানা বিধানসভা কেন্দ্রে পোলিং বুথের মধ্যে বন্দুক নিয়ে ঢোকায় বিজেপি প্রার্থী সঙ্গীত সোমের ভাই গগন সোমকে আটক করে পুলিশ। প্রথম দফায় তারকা প্রার্থীদের মধ্যে ছিলেন নয়ডা কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের ছেলে পঙ্কজ সিং, সিকন্দরাবাদ থেকে লালু প্রসাদ যাদবের জামাই সমাজবাদী পার্টি প্রার্থী রাহুল সিং।