
অবশেষে উত্তরাখণ্ড বিধানসভায় নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ পেলেন পদচ্যুত মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। আগামী ১০ মে হবে অগ্নিপরীক্ষা। এদিন এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই ভোটাভুটি পর্বের পুরোটাই ভিডিওতে তুলে রাখা হবে বলে জানিয়েছে আদালত। সেইসঙ্গে পুরো ব্যবস্থাপনা পর্যবেক্ষণে একজন পর্যবেক্ষক নিযুক্ত করবে শীর্ষ আদালত। এদিকে যে ৯ জন কংগ্রেস বিধায়ককে স্পিকার বহিষ্কার করেছিলেন হাইকোর্টে তাঁদের অবস্থান একই থাকলে তাঁরা এই ভোটাভুটিতে অংশ নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।