
উত্তরাখণ্ড বিধানসভায় কড়া সুরক্ষা বলয়ে অনুষ্ঠিত হল আস্থা ভোট। ভোট সম্পূর্ণ হয়েছে শান্তিতেই। বিতাড়িত হরিশ রাওয়াত সরকারের ফের তাঁর ক্ষমতায় ফিরবেন কিনা তা স্পষ্ট করতেই এদিন আস্থা ভোটের নির্দেশ দেয় শীর্ষ আদালত। কংগ্রেসের দাবি কেন্দ্র জোড় করে উত্তরাখণ্ডে কংগ্রেস সরকারকে সরিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করে। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। সেখানেই এই আস্থা ভোটে সম্মতি দেয় আদালত। এদিন ভোটাভুটির পর অনেকটাই আত্মবিশ্বাসী দেখিয়েছে উত্তরাখণ্ডের বিতাড়িত মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতকে। ফের সরকারে ফিরতে গেলে রাওয়াতের কমপক্ষে ৩১টি ভোট দরকার। এদিন সেই সংখ্যা নিশ্চিত বলে রাওয়াত তো দাবি করেছেনই এমনকি কয়েকজন বিরোধী বিধায়কও সেই একই ফলাফলের দিকে ইঙ্গিত করেছেন। তবে রাওয়াতের ভাগ্যে কী রয়েছে তার জন্য বুধবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে।