
উত্তরাখণ্ড ইস্যুতে ফের মুখ পুড়ল কেন্দ্রের মোদী সরকারের। সুপ্রিম কোর্টের নির্দেশে মঙ্গলবার উত্তরাখণ্ড বিধানসভায় হওয়া আস্থা ভোটে সহজ জয় পেলেন বিতাড়িত মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। এদিন ফলাফল প্রকাশ হওয়ার পর কার্যত নিজেদের হার স্বীকার করে নেয় কেন্দ্র। শীর্ষ আদালতে কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়েছে রাষ্ট্রপতি শাসন তুলে নিয়ে সেখানে সরকারের লাগাম হরিশ রাওয়াতের হাতে তুলে দেবে তারা। ৬১টি আসনের মধ্যে এদিন ফলাফল প্রকাশের পর দেখা যায় ৩৩টি বিধায়কের ভোট গেছে রাওয়াতের পক্ষে। অন্যদিকে বিরোধী বিজেপির ঝুলিতে গেছে ২৮টি ভোট। কংগ্রেস বারবার দাবি করে আসছিল গত ২৭ মার্চ উত্তরাখণ্ডের কংগ্রেস সরকারকে ফেলে দিয়ে সেখানে জোর করে রাষ্ট্রপতি শাসন জারি করে কেন্দ্র। বিষয়টি সুপ্রিম কোর্ট অব্দি গড়ায়। সুপ্রিম কোর্ট উত্তরাখণ্ড বিধানসভায় আস্থা ভোট নেওয়ার নির্দেশ দেয়। যদিও যে ৯ জন কংগ্রেস বিধায়ক বিক্ষুব্ধ হয়ে সরকার ফেলার উপক্রম করেছিলেন তাদের ভোটদানে অংশ নেওয়ার অধিকার দেয়নি উত্তরাখণ্ড হাইকোর্ট। ফলে মঙ্গলবার হওয়া ভোটে তারা ভোট দিতে পারেননি।