কদিন আগেই রামনাম লেখা একটি টপ পড়ে সোশ্যাল সাইটে ছবি পোস্ট করেন অভিনেত্রী বাণী কাপুর। টপটি ডিপকাট। আপাত উত্তেজক। উর্ধ্বাঙ্গ ঢাকার ওই টপে তাঁর উর্ধ্বাঙ্গের অনেকটাই অনাবৃত ছিল। গ্ল্যামার জগতে এমন পোশাক যদিও নতুন কিছু নয়। হামেশাই এমন পোশাকে অভিনেত্রীদের দেখা যায়। তা নিয়ে কারও মাথাব্যথাও নেই। তাই বাণী কাপুরও এমন পোশাকে ছবি দিলে কারও কোনও সমস্যাই হতনা। কিন্তু গোল বাঁধল অন্য জায়গায়। পোশাকের চারধারে রামনাম লেখা রয়েছে। আর সেখানেই মুশকিলে পড়েছেন বাণী।
মুম্বইয়ের বাসিন্দা রমা সাওয়ান্ত পুলিশের কাছে অভিযোগ করেছেন যে বাণী কাপুর স্বল্পবাস টপ পরে যে ছবি দিয়েছেন তাতে রামের নাম রয়েছে। তিনি রামভক্ত। এ ধরনের পোশাকে রামের নাম লেখা থাকায় তাঁর ধর্মীয় বিশ্বাসে আঘাত লেগেছে। বাণী অর্ধনগ্ন অবস্থায় ছিলেন বলেও দাবি করেছেন রমা সাওয়ান্ত। তেমনই পোশাক ছিল বাণীর শরীরে। রমার আরও অভিযোগ, বাণী তাঁর কাঁধ থেকে স্তন পর্যন্ত যে ব্লাউজ পরেছিলেন তাতে রামনাম লেখা ছিল।
রমা সাওয়ান্ত পুলিশের কাছে দাবি করেছেন বাণী কাপুরের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে পুলিশ বাণী কাপুরকে ডেকে পাঠিয়েছে। এদিকে ট্যুইটারেও বাণী কাপুরের এই রামনাম লেখা ডিপকাট নিয়ে বেশ কয়েকজন সমালোচনা করেছেন। একজন তাঁকে নির্লজ্জ বলে ব্যাখ্যা করেছেন। তাঁর সিনেমাও বয়কট করা হবে বলে জানিয়েছেন কেউ কেউ। সমালোচনার মুখে পড়ার পরই বাণী কাপুর তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই ছবি সরিয়ে নেন। কিন্তু ততক্ষণে তা যা ছড়িয়ে পড়ার পড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা