বৈষ্ণোদেবী যাওয়ার পথে ধসের কবলে পড়ে মৃত্যু হল ৪ জনের। যারমধ্যে ৩ জন পুণ্যার্থী রয়েছেন। বৈষ্ণোদেবী দর্শনে যাওয়ার পথে শুক্রবার মধ্যরাতে জম্মু কাশ্মীরের ঋষি জেলার বনগঙ্গা-অর্ধকুমারী রোডের মাঝে করা অস্থায়ী তাঁবুতে বিশ্রাম নিচ্ছিলেন পুণ্যার্থীরা। সেই সময়ে বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। একটানা বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ধস নামে। বিশাল বিশাল পাথরের চাঁই এসে পড়ে অস্থায়ী তাঁবুগুলির ওপর। সেখানেই চাপা পড়ে ৩ জনের মৃত্যু হয়। যারমধ্যে একটি ৫ বছরের শিশুও রয়েছে। ১ জনের হাসপাতালে মৃত্যু হয়।
ধসে চাপা পড়ে ৯ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে ৭ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ২ জন আশঙ্কাজনক অবস্থায় কাটা হাসপাতালে ভর্তি। এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য বৈষ্ণোদেবী যাত্রা বন্ধ হলেও পরে তা ফের চালু হয়।