ভক্তদের সঙ্গে সেলফি তোলার আবদারে অভিনেতা অভিনেত্রীদের এখন যায় যায় অবস্থা। তবে বলিউডের নতুন প্রজন্মের তারকা অভিনেতা বরুণ ধাওয়ান অবশ্যই ব্যতিক্রমীদের মধ্যে একজন। তাই ভক্তের আবদার মেটাতে জ্যামে আটকে থাকা গাড়ির জানলা দিয়ে ফিল্মি কায়দায় শরীরের অর্ধাংশ বাইরে বার করে দিতে বিন্দুমাত্র ভাবেননি বলিউডের ‘বদ্রীনাথ’। অটোতে বসা সুন্দরী মহিলা ভক্তের সঙ্গে হাসি মুখে সেলফিও তোলেন ডেভিড ধাওয়ান পুত্র। তাঁদের সেই সেলফি তোলার মুহুর্ত ততক্ষণে ক্যামেরাবন্দি করে নিয়েছে মুম্বই ট্রাফিক পুলিশ। মাঝরাস্তায় বরুণের ঝুঁকি নিয়ে সেলফি তোলাকে যে তারা ভালো চোখে নেয়নি তা স্পষ্ট হয় একটি ট্যুইটে। যেখানে একজন বলিউড আইকন হওয়ার সুবাদে বরুণকে রীতিমত মিষ্টি ভাষায় ভৎর্সনা করা হয়েছে। ব্যক্তিগত জীবনে রূপোলী পর্দার স্টান্ট দেখানো থেকে বরুণকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন মুম্বই ট্রাফিক পুলিশের আধিকারিকরা। একজন দায়িত্ববান নাগরিক হিসেবে তাঁর আচরণ ও কর্তব্যের কথা অভিনেতাকে মনে করিয়ে দিতে ভোলেননি তাঁরা। তবে শুধু পরামর্শ দিয়েই থেমে থাকেনি মুম্বইের ট্রাফিক পুলিশ। বেআইনি কাজের জন্য অভিনেতার বাড়িতে জরিমানার চালানও পাঠানো হয়েছে।
এদিকে মুম্বই ট্রাফিক পুলিশের ট্যুইটটি চোখে পড়তেই বিনয়ী বরুণ ভুল স্বীকার করে পাল্টা ট্যুইট করেন। লেখেন, ট্রাফিক সিগনালে আটকে যাওয়ায় গাড়ি নড়ছিল না। আর তিনি ভক্তের আবেগকে আঘাত করতে চাননি। তবে আগামী দিনে তিনি নিরাপত্তার কথা মাথায় রাখবেন বলে আশ্বস্ত করেছেন বরুণ। জানিয়েছেন, এমন কাজে আর কখনও ইন্ধন দেবেন না তিনি।
(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)