খাড়াই পাহাড়ের গা দিয়ে ঝুলছে একটি গাড়ি। গাড়িটি পাহাড়ের গায়ে নিছক ব্যাল্যান্সে রাখা হয়েছে। ফলে সেখান থেকে তুলে আনা কঠিন। গাড়ির মধ্যে বসে আছেন অভিনেতা বরুণ ধাওয়ান। তিনি গাড়িতে। আর গাড়ি ঝুলছে পাহাড়ের খাড়াই গা বেয়ে। একটু এদিক ওদিক হলেই মৃত্যু। রীতিমত ঝুঁকির শট। শট নিচ্ছেন স্বয়ং তাঁর বাবা ডেভিড ধাওয়ান। তাঁরই পরিচালনায় সিনেমা। ক্যামেরা চলছিল। শট নেওয়াও হচ্ছিল। গোল বাঁধল যখন বরুণ গাড়ির দরজা খুলে বার হয়ে আসবেন তখন। ঠিক ছিল শট শেষ হয়ে বরুণ গাড়ির দরজা খুলবেন। আর তাঁকে বিশেষভাবে তুলে আনা হবে ওপরে। কিন্তু সেই ঝুলন্ত গাড়ির দরজা খুলতে গিয়েই বরুণ বুঝতে পারেন গাড়ির দরজা কোনও কারণে জ্যাম হয়ে গেছে।
অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারলেননা বরুণ। এদিকে তাঁকে যে দ্রুত তুলে আনা যাবে তাও নয়। কারণ গাড়ি এমনভাবে ঝুলছে সেখানে দুম করে পৌঁছনো মুশকিল। এই অবস্থায় অনেক অভিনেতা আতঙ্কিত হয়ে পড়তেই পারতেন। একটু ভুলভ্রান্তি তাঁর জীবন নিতে পারে। গাড়ির দরজা খুলছে না। কিন্তু বরুণ এখানে শান্ত থাকেন। ধৈর্য ধরেন।
এই পরিস্থিতি দেখে তখন মোটামুটি সেটে উপস্থিত অনেকেরই প্রাণ উড়ে গেছে। ঝুঁকি থাকায় শটটি এর আগে বেশ কয়েকবার অনুশীলনও হয়েছিল। তখন কোনও সমস্যা হয়নি। এখন কী হল! যাই হোক এই অবস্থায় বরুণকে উদ্ধারে এগিয়ে আসেন স্টান্ট ডিরেক্টর। তিনিই বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে বরুণকে ওই অবস্থা থেকে রক্ষা করে তুলে আনেন ওপরে। এ যাত্রায় কপাল জোরে রক্ষা পান বলিউডের তরুণ প্রজন্মের প্রথমসারির নায়ক বরুণ ধাওয়ান। কুলি নং ১-এর সেটে এই ঘটনা ঘটে মহারাষ্ট্রের থানের কাছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা