‘চাঁদ নে ভারত কো মামু বনা দিয়া।’ ভারত বরং টয়লেট বানানোয় জোর দিক। চাঁদে ভারতীয়দের প্রবেশাধিকার নেই। এমন নানা ধরণের ব্যঙ্গ বিদ্রূপ গত ৭ সেপ্টেম্বরই সোশ্যাল সাইটে করতে শুরু করেন পাক অভিনেত্রী বীণা মালিক। যা রীতিমত কুরুচিকর ছিল। বিক্রম চাঁদে নামার আগেই তার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর ছড়াতেই বীণা মালিক উপহাস শুরু করে দেন।
যদিও পরে অরবিটারের থেকে পাওয়া ছবি পর্যালোচনা করে ইসরো জানিয়ে দেয় বিক্রম চাঁদের বুকে নেমেছে। হার্ড ল্যান্ডিং করেছে। তবে তার সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। যোগাযোগ তৈরির সবরকমভাবে চেষ্টা চলছে। ফলে বিক্রম যে চাঁদের বুকে নেমেছে তা স্পষ্ট হয়ে যায়। যদিও এই খবর আসার পর পাক অভিনেত্রী মুখে কুলুপ এঁটেছেন।
সবসময় খবরে থাকার জন্য বীণা মালিক আগেও নানা বিতর্কিত মন্তব্য করেছেন। ভারত বিরোধী মন্তব্যও করেছেন বিগ বস ৪-এর এই প্রতিযোগী। কিন্তু চন্দ্রযান-২ নিয়ে যা করলেন বীণা মালিক তা অত্যন্ত কুরুচিকর বলে মেনে নিচ্ছেন অনেকেই। যদিও এমন রুচিবিহীন মন্তব্যের কোনও উত্তর ভারতের তরফে দেওয়া হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা