সিগনাল লাল হলেই গাড়ির সামনে মাথায় হড়কে ব্রেকডান্স করেন এই যুবক
তাঁর কাণ্ড দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন গাড়ির চালক থেকে পথচারীরা। এমন করাও যে সম্ভব তা অনেকেই বিশ্বাস করতে পারেননা। মাথা দিয়ে এতটা হড়কানোও সম্ভব!
শহরের বিভিন্ন কোণায় তিনি ঘুরে বেড়ান। নজর রাখেন রাজপথে সিগনাল লাল হল কিনা সেদিকে। যেই কোনও একটা দিক লাল হয় তখনই তিনি পড়ে ফেলেন তাঁর হেলমেট। সে হেলমেটের মাথার দিকে একটি প্যাডের মত লাগানো থাকে। যার ওপরটা মসৃণ।
সেই মসৃণ অংশে একটি তৈলাক্ত জেল লাগিয়ে নেন তিনি। তারপর সময় নষ্ট না করে হেলমেট পরা মাথা রাস্তায় ঠেকিয়ে শুরু হয় তাঁর কেরামতি।
মাথা দিয়ে রাস্তায় বন বন করে ঘুরতে থাকেন তিনি। তারপর মাথা দিয়ে হড়কে অনেকটা এগিয়ে যান। সিগনালে থমকে যাওয়া গাড়ির ফাঁক গলে তিনি মাথা দিয়ে হড়কে নিজের কেরামতি দেখাতে থাকেন।
এটা এক ধরনের ব্রেকডান্স বলেই দাবি করেছেন ওই ২৭ বছরের যুবক। তাঁর এই আজব ব্রেকডান্স এখন অনেক সিগনালে দাঁড়ানো গাড়িরই উপরি পাওনা হয়ে উঠেছে। অনেকেই তাঁর এই কেরামতির ছবি তুলে তা সোশ্যাল সাইটে ছড়িয়ে দিয়েছেন।
ভেনিজুয়েলার যুবক কেনার মেন্ডেজ কারাকাস শহরের রাস্তায় এই কেরামতি দেখিয়ে বেড়ান। ইতিমধ্যেই শহরে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে।
কেনার চান তাঁর এই ব্রেকডান্সকে কাজে লাগিয়ে অলিম্পিকসের জন্য একটি জাতীয় ব্রেকডান্স দল গড়তে। এমন ব্রেকডান্স কেউ এর আগে সেভাবে দেখেননি।
মাথার এই কেরামতিকে ভরসা করে বিশ্বে নিজেকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই ছুটছেন কেনার। কারাকাস শহরে এখন তাঁর এই কেরামতি দেখার আশায় মুখিয়ে থাকেন পথচারী থেকে গাড়ি বা বাসের চালকরা।