World

প্রকৃতির খেয়াল, এ নদীর ওপর প্রায় দিনই হয় বিদ্যুতের খেলা, চলে প্রায় ৯ ঘণ্টা

এমন নদী পৃথিবীতে একটাই আছে। এ নদীর মাথায় প্রকৃতি আপন খেয়ালে বছরের অর্ধেক দিনই মেতে থাকে আলোর খেলায়। যা শুরু হলে চলে প্রায় ৯ ঘণ্টা।

এমনিতে আর পাঁচটা নদীর সঙ্গে তার ফারাক নেই। এই নদীর জল গিয়ে পড়েছে একটি সুবিশাল হ্রদে। যেখানে নদীর জল হ্রদের সঙ্গে মিশেছে সেখানে বছরের অর্ধেক দিনই চলে এক আলোর খেলা। আকাশ থেকে সে আলো নেমে আসে মাটিতে। চার‌ধার আলোয় ঝলসে ওঠে।

এ আলো বজ্রের আলো। বিদ্যুতের চোখ ঝলসে দেওয়া ঝলকানি আকাশের বুক চিরে নেমে আসে নদীর জলে, নদীর আশপাশে। হিসাব বলছে প্রতিবছর ১৬০ থেকে ১৭০ দিনই এখানে এই আলোর খেলায় মেতে ওঠে প্রকৃতি।


যেদিন আলোর খেলা হয় সেদিন গড়ে ৯ ঘণ্টা ধরে চলে এই বিদ্যুতের ঝলকানি। গ্রীষ্মকালে আবার শুকনো বিদ্যুতের ঝলকানিই হয়, বৃষ্টি হয়না।

কেন আলোর খেলা বলা হচ্ছে? বজ্রপাতের আগে বিদ্যুতের ঝলকানি তো সকলেই দেখেছেন। কিন্তু এখানে প্রতি মিনিটে ১৬ থেকে ৪০ বার জ্বলে ওঠে আকাশ থেকে মাটি।


ভেনিজুয়েলার ক্যাটাটাম্বো নদীর মোহনার কাছেই এই আজব কাণ্ড চলতে থাকে বছরের পর বছর যা বিশ্বজুড়ে ক্যাটাটাম্বো লাইটনিং নামেই বিখ্যাত। পৃথিবীতে এমন কোনও জায়গায় নেই যেখানে এত ঘনঘন বজ্রপাত হয়।

তবে বছর ভর যে নিয়ম মেনেই এই বজ্রপাত হতে থাকে তা কিন্তু নয়। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন সময় ব্যবধানে প্রকৃতি এই আলোর খেলায় মেতে ওঠে। আবার অনেক সময় কয়েক মাস বজ্রপাত হলই না। তারপর আবার খুব ঘন ঘন হল। এমনটাও হয়ে থাকে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button