রাতের অন্ধকার। বিশাল সমুদ্র গর্জন করছে। সেই অন্ধকারে স্কুবা ডাইভ করছেন তিনি। আর তা সফলভাবে করতে পারলেন। এই দিনটা যেদিন তাঁর জীবনে আসবে সেদিন তিনি নিশ্চিত হবেন যে হ্যাঁ তাঁর জলের ভয় কেটেছে। নিজেই নিজের ভয় কাটানোর জন্য এমন একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন নিজেকে। তিনি বলিউডের তরুণ প্রজন্মের হিরোদের মধ্যে অন্যতম ভিকি কৌশল।
ভিকি জানিয়েছেন তাঁর ছোট থেকেই জলে ভয়। জল এড়িয়ে চলেন তিনি। তাঁর জলে ফোবিয়া আছে। কিন্তু সিনেমা করতে গেলে তো অনেক কিছুই মেনে নিতে হয়। অভিনয়ের স্বার্থে তা করতেও হয়। তেমনটাই হয়েছিল ‘ভূত : দ্যা হন্টেড শিপ’ সিনেমার ক্ষেত্রে। এই সিনেমায় তাঁকে জলের তলায় অভিনয় করতে হয়। যা করতে গিয়ে তাঁর কিছুটা হলেও জলের ভয় দূর হয়েছে।
সিনেমাটি ভূতের। এই ভূতেও চরম ভয় ভিকি-র। তারমধ্যে সেই সিনেমায় জলের তলায় শ্যুটিং। সেটাও আতঙ্কের। তবে শেষ পর্যন্ত ২৫ ফুট গভীর একটি সুইমিং পুলে তিনি জলের তলায় শ্যুটিং করেন। এই শ্যুটিং তাঁর জলের ফোবিয়া সামান্য হলেও কাটিয়ে দিয়েছে। এর আগে ‘উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমায় ভিকি কৌশলের অভিনয় প্রশংসিত হয়। ওই সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কারও পান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা