পয়সা ছিলনা, সাহায্যের হাত বাড়িয়ে ইতিহাস গড়েছিলেন ২ তারকা
সিনেমার ইতিহাসে জায়গা করে নেওয়া কয়েকটি সিনেমার একটি ছিল বিধু বিনোদ চোপড়ার অমোঘ কীর্তি পরিন্দা। টাকা বাঁচাতে শ্যুটিংয়ের অজানা কাহিনি বললেন বিধু বিনোদ।
অনিল কাপুর, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, মাধুরী দীক্ষিতের মত অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন এই সিনেমায়। বিধু বিনোদ চোপড়ার জীবনের সেরা সিনেমাগুলোর একটি এটি। কিন্তু সে সিনেমা বক্স অফিসে দারুণ ফল করবে বা সিনেমার জগতে আলোড়ন ফেলে দেবে, তা তো আর শ্যুটিংয়ের সময় জানা ছিলনা। এ সিনেমায় যথেষ্ট টাকা ঢালার মত আর্থিক সঙ্গতিও বিধু বিনোদের ছিলনা সে সময়।
কিন্তু সিনেমাকে ভালবেসে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন অনিল, জ্যাকিরা। কীভাবে সে কাহিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন পরিন্দা-র প্রযোজক পরিচালক বিধু বিনোদ চোপড়া।
বিধু বিনোদ জানান, সিনেমায় জ্যাকি শ্রফ মাত্র ৪টি জামা পরে চালিয়ে দেন। কালো, নীল, গাঢ় সবুজ আর খয়েরি রংয়ের ৪টি জামা ছিল সম্বল। শুধুই কি তাই! পুরো সিনেমায় জ্যাকি যে ৪টি জামা পরে অভিনয় করেন, সেই জামাই আবার অভিনয় করার সময় পরে নিয়েছিলেন অনিল কাপুর।
শ্যুটিংয়ের সময় অনিল ওই ৪টি জামা তাঁর অভিনয়ের সময় পরে নিতেন। আর যে জিনসটি পরে থাকতেন, সেই জিনসটি ছিল অনিল কাপুরের নিজের।
সিনেমায় একটি কালো ফিয়াট গাড়ি দেখানো হয়েছিল। সেই ফিয়াট গাড়িটি ছিল জ্যাকি শ্রফের। তিনি নিজের গাড়ি ব্যবহার করতে দিয়েছিলেন।
এভাবে সিনেমা তৈরির সময় টাকার সমস্যাকে বুঝতে দেননি অভিনেতারা। তারপর যেদিন সিনেমার প্রিমিয়ার ছিল সেদিন জ্যাকি ও অনিল কাপুর, ২ জনেই স্যুট পরে হাজির হন। তাঁদের দেখে বিধু বিনোদ চোপড়া বলে ফেলেন, তাঁদের ২ জনকে সিনেমার তারকার মত লাগছে। এটা শোনার পর জ্যাকি শ্রফ পাল্টা বলেন, তারকার মত লাগছে মানে কি? তাঁরা তো সত্যিই তারকা!