সপ্তাহান্তে তছনছ করে গিয়েছে টাইফুন তোরাজি। তার জেরে নাগাড়ে বৃষ্টি হচ্ছিল ভিয়েতনামের একটা বড় অংশে। ফলে দ্রুত বাড়ছিল নদীর জল। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির জেরে মাটি নরম হয়ে ধস নামতে শুরু করেছিল। সোমবারও অবস্থার বিশেষ পরিবর্তন হল না। বরং বন্যা আরও জটিল আকার নিয়েছে। ধসও নেমেই চলেছে বিভিন্ন জায়গায়।
ইতিমধ্যেই ভিয়েতনামে বন্যা ও ধসের জেরে ১৪ জনের প্রাণ গেছে। টানা বৃষ্টিতে মাঝেমধ্যে হড়কা বান হানা দিচ্ছে। জলের তোড়ে ভেসে যাচ্ছে বসতি, মানুষজন। অনেক রাস্তা ধসে আটকে পড়ায় কিছু জায়গায় পৌঁছনো দায় হয়েছে। এখনও তাই পরিস্কার নয় মৃতের সংখ্যা ঠিক কত। প্রশাসনের তরফে উদ্ধারকাজের সবরকম চেষ্টা চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা