করোনা ছড়িয়ে দেওয়ার অপরাধে ৫ বছরের জেল যুবকের
করোনা ছড়িয়ে দিয়েছেন তিনি। এই অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগ সত্য প্রমাণ হওয়ার পর আদালত তাঁকে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল।
করোনা ছড়িয়ে দিচ্ছেন তিনি। এই অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অভিযোগ ছিল তিনি যেখানকার বাসিন্দা, সেই হো চি মিন সিটি করোনার হটস্পট হিসাবে চিহ্নিত। বহু মানুষ সেখানে করোনা সংক্রমণের শিকার। সেই শহর থেকে তিনি পাড়ি দেন কা মাউ শহরে।
ভিয়েতনামের এই ২টি শহরের মধ্যে এখন ফারাক হল করোনা সংক্রমণের হার। হো চি মিন সিটি যখন করোনা হটস্পট, সেখানে কা মাউ শহরে সংক্রমণের হার খুবই কম।
২৮ বছরের লে ভান ট্রাই নামে এক যুবকের আসলে বাড়ি এই কা মাউ শহরে। কিন্তু কর্মসূত্রে তিনি থাকেন হো চি মিন সিটিতে।
সেই হো চি মিন সিটি থেকে নিজের বাড়িতে ফিরেছিলেন তিনি। এতে হয়তো আপাত দৃষ্টিতে দোষের কিছু নেই। কিন্তু অভিযোগ হল তিনি করোনা সংক্রমিত অবস্থায় বাসে চড়ে কা মাউ শহরে আসেন।
গত ৭ জুলাই ট্রাই করোনায় আক্রান্ত হন। ভিয়েতনামে নিয়ম হল করোনা সংক্রমিত হলে তারপর ২১ দিন বাড়ি থেকে বার হতে পারবেন না সংক্রমিত। কোয়ারেন্টিনে থাকতে হবে।
কিন্তু সেই নিয়ম না মেনে অপেক্ষাকৃত কম সংক্রমণ থাকা একটি শহরে হাজির হন ট্রাই। তাই তাঁর থেকে করোনা সেই শহরে আরও ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে।
করোনা বিধি না মেনে এভাবে করোনা ছড়ানোর অভিযোগে ট্রাইকে গ্রেফতার করা হয়। পরে বিচারে তিনি দোষী সাব্যস্ত হন। তাঁর ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।