
বিজয় মালিয়াকে দেশে ফেরাতে এবার নড়ে চড়ে বসল কেন্দ্র। ৯০০ কোটি টাকা ঋণখেলাপি ও আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত শিল্পপতি বিজয় মালিয়াকে দেশ থেকে বিতাড়িত করার আর্জি জানিয়ে ব্রিটিশ সরকারকে চিঠি দিল ভারত সরকার। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে দিল্লিতে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূতকে এই চিঠি পাঠান হয়। তদন্তের স্বার্থে তাঁকে বারবার দেশে ফেরার নির্দেশ দেওয়া হলেও তা কানে তুলছিলেন না মালিয়া। ব্রিটিশ সরকার তাঁকে দেশ থেকে বিতাড়িত করলে তদন্তের প্রয়োজনে বিজয় মালিয়াকে দেশে ফেরানো যেতে পারে বলে চিঠিতে জানান হয়েছে। ভারত সরকারের এই আর্জি ব্রিটেনের বিদেশ ও কমনওয়েলথ মন্ত্রকে পাঠিয়েছেন সে দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। এদিন এমনই জানিয়েছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ।