
তাঁকে গ্রেফতার করে বা তাঁর পাসপোর্ট কেড়ে নিয়ে তাঁর কাছ থেকে এক পয়সাও বার করা যাবে না। বরং সে জায়গায় ব্যাঙ্কগুলি যদি তাঁর সঙ্গে বসে একটা সমঝোতায় আসে তাহলে সকলেরই ভাল। এদিন লন্ডনের একটি পত্রিকায় সাক্ষাৎকার দিতে গিয়ে কার্যত এই বার্তাই ভারত সরকার ও ব্যাঙ্কগুলির কাছে পৌঁছে দিলেন ঋণখেলাপি ও আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত শিল্পপতি বিজয় মালিয়া। গত ২ মার্চ যখন তাঁর কাছ থেকে ঋণখেলাপির টাকা উদ্ধারের জন্য তাঁকে হন্যে হয়ে খুঁজছিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি, তখন দিল্লি থেকে লন্ডনগামী বিমানের প্রথম শ্রেণির যাত্রী হয়ে দেশ ছাড়েন মালিয়া। তারপর থেকে তিনি লন্ডনেই বহাল তবিয়তে দিন কাটাচ্ছেন। এদিকে তাঁকে দেশে ফেরানোর জন্য একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে ভারত সরকার।